শাহ্, আহ্সানুল্লাহ্

শাহ্, আহ্সানুল্লাহ্  (?-১৯২৬)  সুফিসাধক,  ইসলাম প্রচারক।  ঢাকা জেলার আড়াই হাজারে তাঁর জন্ম। বিভিন্ন ওস্তাদের নিকট তিনি  আরবি ও  ফারসি ভাষা এবং হাদিস-তাফসির শিক্ষালাভ করেন। তিনি মক্কায়  হজ্জ পালন করার পর বাগদাদ, ইরাক, ইরান প্রভৃতি এলাকা সফর করেন। তিনি শাহ্ পীর মোহাম্মদের নিকট আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করে ঢাকার মীরপুরের শাহ্ আলী বাগদাদীর মাযারে চৌদ্দ বছর চিল্লা করেন (১৮৩৮-১৮৫২)। তিনি কলীম শাহ্ বাগদাদীর নিকট বায়আত হন এবং  কাদেরিয়া তরিকায় তাসওফতত্ত্ব ও হেকিমিশাস্ত্র শিক্ষালাভ করেন।

আহ্সানুল্লাহ্ সিপাহি বিপ্লবের (১৮৫৭) সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সরকারি নির্যাতন থেকে আত্মরক্ষার্থে নরসিংদীতে আত্মগোপন করেন। পরে তিনি মাওলানা কেরামত আলী জৈনপুরীর সান্নিধ্য লাভ করে সৈয়দ আহমদ বেরলভির জেহাদি আন্দোলনে যোগ দেন।

ফরায়েজিরা এদেশকে ‘দারুল হরব’ গণ্য করে ঈদ ও জুমার  নামায পড়ত না। এ নিয়ে তাদের সঙ্গে আহ্সানুল্লাহ্র বহু বিতর্ক হয়। তিনি ঢাকার শাহ্ সাহেব লেনে মসজিদ ও  মাদ্রাসা (১৮৭১) নির্মাণ করে ইসলাম প্রচার ও হেকিমি চিকিৎসা করেন। তিনি দীর্ঘজীবী ছিলেন। ঢাকার শাহ্ সাহেব লেনে তাঁর  মাযার আছে। বর্তমানে মাযারকে কেন্দ্র করে এতিমখানা, হেফজখানা, মাদ্রাসা ও কলেজ কমপ্লেক্স গড়ে উঠেছে। প্রতিবছর ফাল্গুন মাসের প্রথম শুক্রবার তাঁর ওরস পালিত হয়।  [দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী]