শূলপাণি

শূলপাণি (আনু. ১৩৭৫-১৪৬০)  নব্যস্মৃতির প্রবর্তক। পশ্চিমবঙ্গের নবদ্বীপে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর গ্রন্থের পুষ্পিকায় ‘সাহুড়িয়ান’ বলে তিনি আত্মপরিচয় দিয়েছেন। শব্দটি সম্ভবত বঙ্গীয় রাঢ়ীশ্রেণীর ব্রাহ্মণদের একটি শাখাকে বোঝায়।

শ্রাদ্ধএকাদশী, বৈবাহিক সম্বন্ধ, ব্রত, তিথি, প্রায়শ্চিত্ত, দুর্গোৎসব, রাসযাত্রা,  দোলযাত্রা, সংক্রান্তি, আয়ুর্বেদ ও দত্তক বিষয়ে শূলপাণি পনেরোখানার মতো গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। তাঁর অধিকাংশ গ্রন্থের নামের সঙ্গে ‘বিবেক’ শব্দটি যুক্ত আছে, যেমন: শ্রাদ্ধবিবেক, দত্তকবিবেক, দুর্গোৎসববিবেক ইত্যাদি। এসব গ্রন্থে হিন্দুসমাজের বিভিন্ন রীতি-নীতি ও ধর্মীয় আচার-আচরণ সম্পর্কে তাৎপর্যপূর্ণ আলোচনা করা হয়েছে। তাছাড়া তাঁর রচিত যাজ্ঞবল্ক্যস্মৃতির দীপকলিকা নামক টীকা আয়ুর্বেদশাস্ত্রের একটি মূল্যবান গ্রন্থ। দত্তক বিষয়ে তাঁর দত্তকবিবেক গ্রন্থখানিও খুবই তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ।

শূলপাণি মীমাংসা ও ন্যায়দর্শনেও পন্ডিত ছিলেন এবং এ বিষয়ে গ্রন্থও রচনা করেছেন। উপরিউক্ত গ্রন্থসমূহ ছাড়া আরও কয়েকটি গ্রন্থ তাঁর নামে প্রচলিত আছে, তবে সেগুলি তাঁরই রচনা কিনা তা নিশ্চিত নয়। তৎকালীন গৌড় ও মিথিলার পন্ডিতমন্ডলীতে শূলপাণি ছিলেন অদ্বিতীয়। বিখ্যাত নৈয়ায়িক  রঘুনাথ শিরোমণি ছিলেন তাঁর দৌহিত্র।  [সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়]