এয়ারপোর্ট থানা

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৫৫, ২১ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

এয়ারপোর্ট থানা (বরিশাল মেট্রোপলিটন)  আয়তন: ১২৭.৪০ বর্গ কিমি। অবস্থান: ২২°৪৪´ থেকে ২২°৪৮´ উত্তর অক্ষাংশ এবং ৯০°১৬´ থেকে ৯০°২০´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে বাবুগঞ্জ উপজেলা, দক্ষিণে কোতোয়ালী থানা, পূর্বে কাউনিয়া থানা, পশ্চিমে ঝালকাঠি সদর ও বাবুগঞ্জ উপজেলা।

জনসংখ্যা ১৬৬৮৭০; পুরুষ ৮৬১৮২, মহিলা ৮০৬৮৮। মুসলিম ১৫২০৬৯, হিন্দু ১৩৮৮০, বৌদ্ধ ৮০০, খ্রিস্টান ৮৫ এবং অন্যান্য ৩৬।

প্রশাসন বরিশাল সদর উপজেলার ৪টি ওয়ার্ড এবং বাবুগঞ্জ উপজেলার রহমতপুর, মাধবপাশা, চাঁদপাশা ইউনিয়ন ও বরিশাল সদর উপজেলার কাশীপুর, রায়পাশা কড়াপুর ইউনিয়ন নিয়ে এয়ারপোর্ট থানা গঠিত হয়।

থানা
ওয়ার্ড ও ইউনিয়ন মহল্লা জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
৮৭ ২৫৪৫৯ ১৪১৪১১ ১৩১০ ৮৫.৩৩ ৬৩.৬২
ওয়ার্ড ও ইউনিয়ন
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন আয়তন (বর্গ কিমি) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
ওয়ার্ড  নং ২৭ ০.৪৬ ২৯৫১ ২৯৮৩ ৮৪.৬৮
ওয়ার্ড  নং ২৮ ০.৫৮ ৩৯২৬ ৩৬১২ ৮৬.৭৪
ওয়ার্ড  নং ২৯ ০.৬৯ ৩১১৯ ২৯৯৫ ৮১.১৪
ওয়ার্ড  নং ৩০ ০.৫৪ ৩৩৬৬ ২৫০৭ ৮৮.৭৪
কাশীপুর ২৩.৭৯ ১৯৬৫৯ ১৮২৪৮ ৬৫.১৩
চাঁদপাশা ২৭.৯৪ ১৪০৬১ ১৩৭৩৪ ৬১.৪৩
মাধবপাশা ২৭.১১ ১৩৯৭৮ ১৩২৬৬ ৬৫.৪৫
রহমতপুর ২৩.০৮ ১২৬৮১ ১১৬৩৫ ৬১.১৫
রায়পাশা কড়াপুর ২৩.২১ ১২৪৪১ ১১৭০৮ ৬৪.৯৫

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৭৩.২৭%; পুরুষ ৭৫.৫১%, মহিলা ৭০.৮৫%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: বরিশাল ক্যাডেট কলেজ (১৯৮১), ভেটেরিনারি কলেজ, স’মিল হাইস্কুল, কাশিপুর হাইস্কুল, চাঁদপাশা হাইস্কুল, মগরপাড়া প্রাইমারি স্কুল।

গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থান বরিশাল বিমানবন্দর, বরিশাল বিভাগীয় কমিশনার অফিস, আবহাওয়া অফিস, রেঞ্জ ডি আই জি কার্যালয়, রহমতপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ব্রিজ, দূর্গা সাগর দিঘি।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৩২.০৫%, অকৃষি শ্রমিক ৪.৭০%, শিল্প ২.১৫%, ব্যবসা ২০.৪১%, পরিবহণ ও যোগাযোগ ৫.৭৫%, চাকরি ২০.৭৪%, নির্মাণ ৩.৬৯%, ধর্মীয় সেবা ০.৩৬%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৩.৩৫% এবং অন্যান্য ৬.৮০%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৬৪.২১%, ভূমিহীন ৩৫.৭৯%।

প্রধান কৃষি ফসল ধান, শাকসবজি।

প্রধান ফল-ফলাদিব আম, কাঁঠাল, লিচু, পেঁপে, জাম, নারিকেল, সুপারি।

মৎস্য ও হাঁস-মুরগির খামার  এ উপজেলায় মৎস্য ও হাঁস-মুরগির খামার রয়েছে।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পালকি, গরু ও ঘোড়ার গাড়ি।

উল্লেখযোগ্য শিল্প ও কলকারখানা তেল কল, করাত কল, ইটভাটা।

উল্লেখযোগ্য বাজার  এয়ারপোর্ট বাজার, সারশী বাজার, বাবু বাজার।

প্রধান রপ্তানিদ্রব্য   ধান, শাকসবজি।

বিদ্যুৎ ব্যবহার এ থানার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৫৫.০২% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৮৮.৪৮%, পুকুর ৩.৪২%, ট্যাপ ৬.৫০% এবং অন্যান্য ১.৬০%।

স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৬৬.৯০% পরিবার স্বাস্থ্যকর এবং ২৯.৪৯% পরিবার অস্বাস্থাকর ল্যাট্রিন ব্যবহার করে। ৩.৬১% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

এনজিও ব্র্যাক।  [আক্তারউদ্দিন চৌধুরী]

তথ্যসূত্র   আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; এয়ারপোর্ট থানা মাঠ পর্যায়ের প্রতিবেদন ২০১০।