সাহিত্য পত্রিকা
সাহিত্য পত্রিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি গবেষণা পত্রিকা। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৩৬৪ বঙ্গাব্দের (১৯৫৭) আষাঢ় মাসে। বাংলা ভাষা ও সাহিত্য এবং এ দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত গবেষণামুলক প্রবন্ধ প্রকাশের উদ্দেশ্যেই মূলত পত্রিকাটি প্রকাশিত হয়।
সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক ছিলেন মুহম্মদ আবদুল হাই। তিনি একাদিক্রমে বারো বছর এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পত্রিকাটির মান ও জনপ্রিয়তা আন্তর্জাতিক মানে উন্নীত করেন। পরে জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগীয় শিক্ষকগণ এ দায়িত্ব পালন করেছেন। শুরু থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পত্রিকাটি শীত ও বর্ষা সংখ্যা হিসেবে বছরে দুবার প্রকাশিত হতো। পরের বছর থেকে আষাঢ়, কার্তিক ও ফাল্গুন সংখ্যা হিসেবে বছরে তিনটি করে প্রকাশিত হতে থাকে।
প্রকাশের শুরু থেকেই পত্রিকাটি বাংলাভাষী পন্ডিত ও সুধীজনের দৃষ্টি আকর্ষণ করে। এতে দেশি-বিদেশী সাহিত্য, তুলনামূলক সমালোচনা, লোকসংস্কৃতি, সাহিত্যতত্ত্ব, ভাষাতত্ত্বব, অভিধান, লিপিতত্ত্ব, সাময়িকপত্র, সঙ্গীত, চিত্রকলা, ধর্মতত্ত্ব প্রভৃতি বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়। [বিশ্বজিৎ ঘোষ]