বসাক, রাধাগোবিন্দ
বসাক, রাধাগোবিন্দ (১৮৮৫-১৯৮২) প্রাচীন ইতিহাস, প্রত্নতত্ত্ব এবং ধ্রুপদী ভাষা অধ্যয়নে বিশেষ অবদানের জন্য পরিচিত সংস্কৃত পন্ডিত। ঢাকায় জন্মগ্রহণকারী এই পন্ডিত প্রাচীন হস্তলিপি বিজ্ঞান এবং প্রত্নলিপি বিজ্ঞানে ড. হরিনাথ দের নিকট পড়াশুনা করেন। তিনি সম্রাট অশোক-এর শিলালিপি পাঠোদ্ধারের পদ্ধতি শিক্ষা করেন এবং পাণিনির ব্যাকরণে দক্ষতা অর্জনের পর শিলালিপির ভাষ্য সংস্কৃতে অনুবাদের চেষ্টা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় হতে এম.এ ডিগ্রি লাভ করেন এবং ঢাকা কলেজ, রাজশাহী কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি কলেজ-এ শিক্ষকতা করেন।
তাঁর প্রধান কয়েকটি গ্রন্থের মধ্যে রয়েছে History of North-Eastern India (320 AD-760 AD) 1993; Murder of Rajyavardhana,1936; Ramacharitam of Sandhyakaranandin,1939 এবং কৌটিল্যের অর্থশাস্ত্র (বঙ্গানুবাদ), ১৯৫০ ইত্যাদি।
গবেষণা কর্মে অবদানের জন্য কলকাতার সংস্কৃত কলেজ তাঁকে সম্মানসূচক ‘বিদ্যাবাচস্পতি’ উপাধিতে ভূষিত করে। বর্ধমান বিশ্ববিদ্যালয় তাঁকে ডি.লিট ডিগ্রি প্রদান করে সম্মানিত করে। গবেষণা ক্ষেত্রে মৌলিক অবদানের জন্য কলকাতা এশিয়াটিক সোসাইটি তাঁকে ফেলোশিপ প্রদান করে। ১৯৬৫ সালে ভারত সরকার কর্তৃক তিনি রাষ্ট্রপতি পদকে ভূষিত হন। ১৯৮২ সালের ১০ ডিসেম্বর রাধাগোবিন্দ বসাকের মৃত্যু হয়। [সাইফুদ্দীন চৌধুরী]