চিল

শঙ্খচিল
ভুবন চিল

চিল (Kite)  Accipitridae গোত্রের (বর্গ Ciconiiformes) দিবাচর পাখি। আকারে ভিন্ন হলেও অধিকাংশ চিলের ক্ষেত্রে হালকা গড়ন, দুর্বল পা, সরু ডানা এবং দীর্ঘ, দ্বিধাবিভক্ত পুচ্ছ বহুলদৃষ্ট। চিল মৃত প্রাণীও খায়, সেসঙ্গে শিকারি। মুখ্যত  কীটপতঙ্গ, উভচর প্রাণী ও  সরীসৃপ শিকার করে, পানি ও জলাধারের কাছে থাকা শঙ্খচিলকে মাছ খেতেও দেখা যায়। ভুবন চিল বহুরকমের খাদ্য খায়, কিন্তু শব, মল ও অন্য বর্জ্যে তাদের রুচি শতগুণ বেশি। চিলেরা কীটনাশক দূষণ, আবাস ধ্বংস ও অন্যান্য হয়রানিতে আক্রান্ত। পৃথিবীব্যাপী ২০ প্রজাতির চিল রয়েছে। বাংলাদেশের ৪টি প্রজাতির মধ্যে ৩টি স্থায়ী ও ১টি পরিযায়ী। স্থায়ী তিন প্রজাতির চিল হচ্ছে: চিল (Black-shouldered Kite, Elanus caeruleus), শঙ্খচিল/লালচিল (Brahminy  Kite, Haliastur indus; ভুবন চিল (Black  Kite, Milvus migrans) এবং পরিযায়ী এক প্রজাতি হলো ভুবন চিল (Red Kite, Milvus milvus)। চিল দেশের সর্বত্র দেখা যায়। [মোঃ আনোয়ারুল ইসলাম]