ইসমাইল গাজীর সমাধিসৌধ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:৫৮, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

ইসমাইল গাজীর সমাধিসৌধ  রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কান্তদুয়ারে (স্থানীয় ভাবে কাটাদুয়ার নামে পরিচিত) অবস্থিত। উপজেলা সদর থেকে প্রায় ৮ কিমি দক্ষিণ পশ্চিমে এর অবস্থান।

বর্তমানে সম্পূর্ণ নতুন করে নির্মিত এ সমাধি প্রায় ঘনক (Cubic) আকৃতির। সমাধিটি ৫/৬ মিটার উচুঁ একটি প্রাচীন ঢিবির উপরে নির্মিত। বর্তমানে এটি চৌচালা টিনের ছাউনিতে আচ্ছাদিত। বাইরের দিক থেকে এর আয়তন ৬ মি × ৫.৯০ মি। দেওয়ালগুলি উচুঁ নয়। দক্ষিণ দিকে সম্মুখভাগে অবস্থিত একমাত্র প্রবেশ পথ দিয়ে এ সমাধিতে প্রবেশ করা যায়। জনশ্রুতি মতে, সমাধিটি ছোট খাঁজ কাটা ইটে নির্মিত ছিল। এটি গৌড়ের কদম রসুল এর নিকটবর্তী ফতেহ খানের সমাধির সাথে সাদৃশ্যপূর্ণ।

রিসালত-উস-শুহাদায় ইসমাইল গাজী সম্পর্কিত কাহিনীতে বলা হয়েছে যে, ১৪৭৪ খ্রিস্টাব্দের জানুয়ারির প্রথম দিকে বারবক শাহের আদেশে তাঁর শিরশ্ছেদ করা হয়। কাঁটাদুয়ারের কয়েক মাইল দক্ষিণ পশ্চিমে করতোয়া নদীর তীরে অবস্থিত ঘোড়াঘাট সীমান্ত দুর্গে সেনাপতি ভাঁদসী রায় সুলতানের নিকট ইসমাইল গাজী সর্ম্পকে বিদ্বেষপূর্ণ তথ্য প্রদান করে তার শিরচ্ছেদ আদেশ দেওয়ার জন্য সুলতানকে প্ররোচিত করেছিলেন। নিহত ইসমাইল গাজীকে এখানে সমাহিত করা হয়।

আর.ডি ব্যানার্জীর মতে সমাধিটিতে একটি শিলালিপি ছিল। শিলালিপিটিতে আলাউদ্দীন হোসেন শাহ (১৪৯৩-১৫১৯)-এর নাম স্পষ্টভাবে পড়া যেত। বর্তমানে এটি হারিয়ে গেছে।  [সুলতান আহমেদ]