ম্যাকফার্সন, স্যার জন

ম্যাকফার্সন, স্যার জন (১৭৪৫-১৮২১)  ৮ ফেব্রুয়ারি ১৭৮৫ থেকে ১২ সেপ্টেম্বর ১৭৮৬ সাল পর্যন্ত বাংলার ফোর্ট উইলিয়মএর অন্তর্বর্তীকালীন গভর্নর জেনারেল ছিলেন। ১৭৬৭ সালের মার্চ মাসে জন ম্যাকফার্সন ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন এবং মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে একজন কেরানি হিসেবে যোগ দেন। ১৭৭৭ সালে অসদাচরণের দায়ে তিনি পদচ্যুত হন; কিন্তু পরবর্তী সময়ে তাঁকে চাকরিতে পুনর্বহাল করা হয়। পেশা হিসেবে চাকরির প্রতিই তাঁর বেশি ঝোঁক ছিল এবং এই মানসিকতাকে সফলভাবে কাজে লাগিয়ে ১৭৮১ সালে তিনি ফোর্ট উইলিয়ম কাউন্সিলের ঊর্ধ্বতন সদস্যের লোভনীয় পদ লাভ করেন। ১৭৮৫ সালের ফেব্রুয়ারি মাসে ওয়ারেন হস্টিংস কলকাতা ত্যাগ করেন এবং কোর্ট অব ডাইরেক্টর্স এর আদেশক্রমে কাউন্সিলের ঊর্ধ্বতন সদস্য হিসেবে ম্যাকফার্সন গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করেন। ১৭৮৬ সালের সেপ্টেম্বরে লর্ড কর্নওয়ালিস এর গভর্নর জেনারেল হিসেবে যোগদানের পূর্ব পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। অদক্ষতা, দুর্নীতি ও সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা ছিল ম্যাকফার্সনের প্রশাসনের বৈশিষ্ট্য। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন অসাধু এবং প্রশাসনিক ব্যাপারে উদাসীন। কর্নওয়ালিস তাঁর বৈচিত্র্যহীন প্রশাসনকে ‘নিকৃষ্ট তাঁবেদারি’ বলে অভিহিত করেন। কথিত আছে যে, যোগ্যতা না থাকা সত্ত্বেও তদবিরের জোরে তিনি ১৭৮৬ সালে ‘ব্যারন’ উপাধি লাভ করেন। [সিরাজুল ইসলাম]