জুটন

জুটন (Jutton)  পাটতুলার অাঁশের মিশ্রণে তৈরি এক ধরনের তন্তু। এ প্রক্রিয়ায় তুলার অাঁশের তৈরি বস্ত্রের বিকল্প হিসেবে এক ধরনের নতুন বস্ত্র উদ্ভাবনের জন্য পাট ও তুলার অাঁশ নির্দিষ্ট অনুপাতে মিশানো হয়। পাটকে অন্যান্য কৃত্রিম ও প্রাকৃতিক তন্তুর সঙ্গে মিশানোর জন্য একই ধরনের কৌশল অবলম্বন করা হয়। বিংশ শতাব্দীর সত্তরের দশকে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা জুটনের তৈরি বেশ কিছু সামগ্রী উদ্ভাবন করেন। এসব সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন শেডের, রঙের ও ডিজাইনের প্রিন্ট করা সাধারণ সাদা কাপড়, লুঙ্গি, শাড়ি, গামছা, বিভিন্ন সরঞ্জামের সাজসজ্জার বস্ত্র, বিছানার চাদর, বিছানা-আচ্ছাদন ও অন্যান্য সাজসজ্জা সামগ্রী; এবং শার্ট, পায়জামা, কোট ও অন্যান্য পোশাক। সুতা উৎপাদনের পর তাঁতিরা হস্ত বা বিদ্যুৎচালিত তাঁতে কাপড় বোনে। অবশ্য সংশ্লিষ্ট বিভিন্ন কাজের জন্য উৎপাদন ব্যয় অপেক্ষাকৃত অধিক হওয়ায় জুটন ও জুটনের পণ্যসমূহ লাভজনক প্রমাণিত হয় নি।  [এ.বি.এম আবদুল্লাহ্]

আরও দেখুন তন্তু-ফসল