সাদানী, আন্দালীব

সাদানী, আন্দালীব (১৯০৪-১৯৬৯)  শিক্ষাবিদ, সাহিত্যিক। ১৯০৪ সালের ১ মার্চ ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদে তাঁর জন্ম। তাঁর প্রকৃত নাম ওয়াজাহাদ হোসেন, ‘আন্দালীব সাদানী’ তাঁর সাহিত্যিক নাম। ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৫ সালে  ফারসি সাহিত্যে এমএ পাস করার পর ১৯২৬ থেকে ১৯২৭ পর্যন্ত তিনি দিল্লির হিন্দু কলেজে অধ্যাপনা করেন। পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করে তিনি উর্দু ও ফারসি বিভাগ চালু করেন এবং ১৯৪৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। এর আগে ১৯৩৪ সালে তিনি The Muslim Historians of India বিষয়ে গবেষণা করে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

আন্দালীব সাদানী ফারসি ও  উর্দু সাহিত্যের একজন খ্যাতনামা কবি, পন্ডিত, গবেষক ও সমালোচক। উর্দু ভাষায় তিনি অনেক কবিতা, নাটক ও গল্প রচনা করেন। খবর নামে একটি উর্দু সাহিত্য-পত্রিকাও তিনি সম্পাদনা করেন। সৃজনশীল রচনা, সমালোচনা, গবেষণা ও  অভিধান বিষয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা বারো। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: Naqsh-i-Badi (A modern colloquial Persian dictionary), Chahar Maqala (A critical edition), Rubaiyat-i-Baba Tahir (A critical edition with complete Urdu translation and exhaustive note), Sachchi Kahaniyan (Short stories), Ruba-i-Shikas (A collection of poems), Pyame-i-Iqbal, Chota Khuda Me (Drama), Jadid Persian Dictionary, Tarjama-i-Abul Fazal, Tasade Kani, Tahqiq-ki-Roshni (Collection  of research papers) ইত্যাদি।

ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে আন্দালীব সাদানী গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে সমর্থন করলেও ১৯৬১ সালে পূর্ব বাংলায় রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদ্যাপনের পক্ষে মত প্রকাশ করেন। Tahqiq-ki-Roshni গ্রন্থের জন্য তিনি ১৯৬৮ সালে ‘দাউদ পুরস্কার’ লাভ করেন। ১৯৬৯ সালের ২৯ জুলাই ঢাকায় তাঁর মৃত্যু হয়।  [আইয়ুব হোসেন]