হ্যারিংটন, জন হার্বার্ট
হ্যারিংটন, জন হার্বার্ট (১৭৬৪-১৮২৭) ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেসামরিক কর্মকর্তা, প্রাচ্যবিদ এবং আইনজ্ঞ। ১৭৮০ সালে তিনি ছিলেন রাজস্ব প্রশাসনের একজন অধস্তন কর্মকর্তা। কিন্তু স্বীয় প্রচেষ্টা, মেধা ও কৃতিত্বের বলে অত্যন্ত দ্রুত সমসাময়িক অন্য কর্মকর্তাদের অতিক্রম করে যান। কোম্পানি সরকারের আইনগত বিষয়ের প্রতি তাঁর আগ্রহ জন্মে। চাকুরির সাথে সাথে প্রাচ্য সভ্যতা বিষয়ে তিনি প্রচুর গবেষণা করেন। একজন প্রাচ্যবিদ হিসেবে তিনি ভারতীয় সভ্যতার আইনগত ভিত্তি নিয়ে গবেষণা করেন এবং ব্যাপক লেখালেখি করেন। তিনি গবেষণার মাধ্যমে বৃটিশ কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সকল রেগুলেশ, সার্কুলার টীকাটিপ্পনীসহ সংকলিত করে Analysis of the Laws and Regulations of the Fort William Government in Bengal, (1805-17) শিরোনামে তিন খন্ডে প্রকাশ করেন। এ পান্ডিত্যপূর্ণ আইন গ্রন্থ উনিশ শতকে আইনবিদ ও বিচারকগণ মূল তথ্যসূত্র হিসেবে ব্যবহার করেছেন। একজন সুযোগ্য প্রাচ্যবিদ হিসেবে তিনি শেখ সাদীর রচনাবলী Persian and Arabic Works of Sadi (১৮১৬) শিরোনামে সংকলন ও সম্পাদন করেছেন। এর মাধ্যমে তিনি এ পারস্য কবিকে পাশ্চাত্যের সাহিত্যামোদীদের কাছে পরিচিত করেছিলেন।
জন হার্বার্ট হ্যারিংটন ১৮০১ সালে সদর দীউয়ানি ও নিজামত আদালতের জুনিয়র বিচারকের, ১৮১১ সালে প্রধান বিচারকের, ১৮২২-২৩ সালে গভর্নর জেনারেলের কাউন্সিল সদস্য এবং বোর্ড অফ ট্রেড-এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি ফোর্ট উইলিয়ম কলেজএর আইনের অধ্যাপক ও পরবর্তীকালে কলেজের প্রেসিডেন্ট ছিলেন। ১৮২৭ সালে তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন এবং একই বছর লন্ডনে মারা যান। [সিরাজুল ইসলাম]