হক, কাজী আনোয়ারুল
হক, কাজী আনোয়ারুল (১৯০৯-২০০১) আমলা, টেকনোক্র্যাট উপদেষ্টা-মন্ত্রী ও লেখক। কাজী আনোয়ারুল হক ১৯০৯ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রখ্যাত সাহিত্যিক খান বাহাদুর কাজী ইমদাদুল হক তাঁর রচিত ‘আবদুল্লাহ’ উপন্যাসের জন্য খ্যাতি অর্জন করেন। আনোয়ারুল হক ১৯৩২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ওই বছরই প্রতিযোগিতামূলক পরীক্ষায় তিনি ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে নিয়োগের জন্য নির্বাচিত হন। পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গে তিনি জেলা পুলিশ সুপারিন্টেন্ডেন্ট পদে দীর্ঘকাল চাকুরি করেন।
১৯৪৭ সালে ভারত বিভাগের পর তিনি কিছুকাল চট্টগ্রামে পুলিশ সুপারিন্টেন্ডেন্ট পদে চাকুরি করেন। ১৯৫৩ সালে তিনি পুলিশের উপ-মহাপরিদর্শক এবং ১৯৫৮ সালে মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। পরে তিনি সিভিল সার্ভিসে আত্তীকৃত হন। বাঙালিদের মধ্যে তিনিই সর্বপ্রথম পূর্ব পাকিস্তান সরকারের চীফ সেক্রেটারি পদে নিয়োগ লাভ করেন (১৯৬১)। তিনি পাকিস্তান সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান (১৯৬৩-৬৫) এবং ১৯৬৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিক্ষা, স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন। এরপর কিছুকাল তিনি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন। বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, জিয়াউর রহমান এবং বিচারপতি আবদুস সাত্তার রাষ্ট্রপতি থাকাকালে তিনি ছয় বছরকাল উপদেষ্টা-মন্ত্রী পদে বহাল ছিলেন।
অবসর গ্রহণের পর তিনি তার স্মৃতিকথা Under Three Flags: Reminiscence of a Public Servant রচনা করেন। এতে রয়েছে তিন রাষ্ট্রপ্রধানের আমলে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালনকালে তাঁর দেখা বিভিন্ন বিষয় ও ঘটনার বিবরণ। দেশের স্বাধীনতা আন্দোলনের উপর তিনি In Quest of Freedom নামে একটি গ্রন্থ রচনা করেন (১৯৯১)। আনোয়ারুল হক ছিলেন ‘কম্যুনিটি পুলিশ’ ব্যবস্থার একজন উৎসাহী সমর্থক। এমনকি অবসর গ্রহণের পরও তিনি পুলিশ বাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং তাদের কল্যাণের ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন। ২০০১ সালের নভেম্বর মাসে তিনি মৃত্যুবরণ করেন। [কাজী এবাদুল হক]