রুকন খান মসজিদ
রুকন খান মসজিদ পশ্চিম দিনাজপুরের দেবীকোট (দেবকোট)-এ শেখ উল মাশায়েখ শেখ আতার সমাধির সন্নিকটে অবস্থিত। এ মসজিদের নির্মাতা রুকন খান ছিলেন কামরূপ, কামতা, জাজনগর এবং উড়িষ্যা বিজয়ের গৌরব অর্জনকারী বাংলার সুলতান আলাউদ্দীন হোসেন শাহের একজন বিখ্যাত সেনাপতি।
এটি সামনে বারান্দাসহ বর্গাকার মসজিদ। এর প্রার্থনা কক্ষটির পূর্ব দেয়ালে তিনটি ও উত্তর-দক্ষিণে একটি করে মোট পাঁচটি প্রবেশদ্বার এবং ওপরে রয়েছে একটি প্রশস্ত গোলাকার গম্বুজ। পূর্বদিকের তিনটি প্রবেশপথের একই অক্ষে কিবলা দেয়ালে তিনটি মিহরাব আছে। বারান্দাতেও রয়েছে পাঁচটি প্রবেশপথ- তিনটি পূর্ব দেয়ালে এবং উত্তর-দক্ষিণে একটি করে। মসজিদটিতে ছয়টি অষ্টকোণাকার বুরুজ রয়েছে। প্রার্থনা কক্ষের বহির্ভাগে চার কোণে চারটি এবং বারান্দার দুই কোণে (উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব কোণে) দুটি। সুরা মসজিদ এবং গৌড়ের খনিয়াদিঘি মসজিদের সাথে মসজিদটির সাদৃশ্য রয়েছে।
শেখ আতার সমাধির প্রধান প্রবেশপথের উপরে স্থাপিত শিলালিপি অনুযায়ী ৯১৮ হিজরিতে (১৫১২ খ্রিস্টাব্দে) আলাউদ্দীন হোসেন শাহের সময়ে একটি মসজিদ ও একটি মিনারের নির্মাতা হিসেবে রুকন খানের নাম পাওয়া যায়। শিলালিপিটি একটি পাথরের স্তম্ভের উপর চার লাইনে লেখা এবং এতে আরবি ও ফারসি ভাষার মিশ্রণ দেখা যায়। [সুলতান আহমেদ]