বাংলাদেশ সেবা মহাবিদ্যালয়
বাংলাদেশ সেবা মহাবিদ্যালয় ঢাকার মহাখালীতে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম সেবা মহাবিদ্যালয়। প্রতিষ্ঠালগ্নে এই কলেজে ডিপ্লোমা-ইন-নার্সিং প্রোগ্রাম চালু ছিল। আশির দশক থেকে ডিপ্লোমা (নার্সিং) প্রোগ্রামটি বন্ধ হয়ে যায়। বর্তমানে দুবছর মেয়াদি দুটি বি.এসসি কোর্স চালু আছে একটি নার্সিং-এ, অন্যটি পাবলিক হেলথ নার্সিং-এ। দেশের যে-কোন নার্সিং ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ যে-কোন প্রার্থী এই মহাবিদ্যালয়ে যোগ্যতার ভিত্তিতে ভর্তি হতে পারে। তবে অবশ্যই পেশাগত কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ১৯৭৮ সালে সেবা মহাবিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। প্রতি বছর এই মহাবিদ্যালয়ে ১২০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হয়। বর্তমানে এই মহাবিদ্যালয়ে কয়েকজন বিদেশী ছাত্রও পড়াশোনা করছে। আজ পর্যন্ত এখান থেকে প্রায় ১,১০০ ছাত্রছাত্রী ডিগ্রি অর্জন করেছে। অধ্যক্ষ এই মহাবিদ্যালয়ের প্রধান। এখানে প্রায় ২৫ জন অধ্যাপক রয়েছেন।
সেবা মহাবিদ্যালয়ের লাইব্রেরিতে জার্নাল ও বইয়ের পরিমাণ প্রায় পাঁচ সহস্রাধিক। ছাত্রীদের জন্য প্রায় দেড়শত আসনের দুটি ও ছাত্রদের জন্য একটি হোস্টেলের ব্যবস্থা আছে। প্রত্যেক ছাত্রছাত্রী সরকার থেকে মাসিক হারে ভাতা পায়। এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাধারণত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বারডেম, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, আইসিডিডিআর,বি প্রভৃতি হাসপাতালে যোগদান করে থাকে। সেবা মহাবিদ্যালয় ছাড়াও বর্তমানে দেশে প্রায় ৪৪টি নার্সিং ইনস্টিটিউট রয়েছে। [বায়েজীদ আকতার]
আরও দেখুন নার্সিং ইনস্টিটিউট।