নার্সিং ইনস্টিটিউট
নার্সিং ইনস্টিটিউট (Nursing Institute) ঢাকা মেডিকেল কলেজে ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত সেবিকা প্রশিক্ষণ ইনস্টিটিউট। একজন অধ্যক্ষ এই ইনস্টিটিউটের প্রধান হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এর তদারকি করে থাকেন।
এস.এস.সি উত্তীর্ণ ছাত্রছাত্রীই নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারে। নার্সিং ইনস্টিটিউট থেকে চার (৩+১) বছর মেয়াদী ডিপ্লোমা ইন-নার্সিং এবং ডিপ্লোমা ইন-মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করে নার্স হিসেবে সার্টিফিকেট প্রাপ্ত হন। পরবর্তীতে সাটিফিকেটপ্রাপ্ত নার্সরা দেশে এমনকি বিদেশেও হাসপাতাল, ক্লিনিক অথবা নার্সিং হোমে মানব সেবায় নিজেকে নিয়োজিত করেন।
নার্সিং ইনস্টিটিউটে প্রায় ৫০০ ছাত্রছাত্রীর জন্য ৬ জন সার্বক্ষণিক শিক্ষক এবং ১২ জন শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রেষণে কর্মরত আছেন। প্রত্যেক বছর নার্সিং ইনস্টিটিউটে ১৮০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হয়। ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের মাসিক সরকারি ভাতা প্রদান করা হয়। ছাত্রদের জন্য কোন আবাসিক ব্যবস্থা নেই। তবে ছাত্রীদের জন্যে হোস্টেলের ব্যবস্থা আছে। নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের জন্যে প্রায় পাঁচ হাজারের অধিক বই ও জার্নালসমৃদ্ধ একটি লাইব্রেরি এবং চিত্তবিনোদনের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে। নার্সিং ইনস্টিটিউট বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি নার্সিং কলেজ এবং এখানে বি.এসসি ইন নার্সিং স্নাতক কোর্স চালু হয়েছে। [বায়েজীদ আক্তার]