পাগলা কানাই
পাগলা কানাই (১৮০৯-১৮৮৯) মরমি সাধক ও সঙ্গীত রচয়িতা। ঝিনাইদহের লেবুতলা গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে তাঁর জন্ম, কিন্তু তাঁর জীবন কেটেছে নিজ গ্রামের বাইরে। অল্প বয়সে পিতা-মাতাকে হারিয়ে ভগ্নির আশ্রয়ে কানাইয়ের বাল্য ও কৈশোর কাটে।
কানাইয়ের প্রকৃত নাম কানাই শেখ, কিন্তু পাগলা কানাই নামেই তিনি সমধিক পরিচিত। তাঁর কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তিনি কিছুকাল স্থানীয় নীলকুঠিতে খালাসির কাজ করেন। বিবাহিত জীবন যাপন করলেও তিনি ক্রমশ আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হন।
কানাই ছিলেন স্বভাবকবি। তিনি মুখে মুখে গান রচনা করতেন এবং নিজেই গেয়ে তা প্রচার করতেন। প্রতিদ্বন্দ্বিতামূলক গান রচনা ও পরিবেশনায় তিনি পারদর্শী ছিলেন। শিষ্যদের সহযোগে তিনি যশোর, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, বগুড়া প্রভৃতি অঞ্চলে গান পরিবেশন করতেন। তাঁর শিষ্যদের মধ্যে কালাচাঁদ বয়াতি, হাকিম শাহ, করিম বিশ্বাস, ইন্দু বিশ্বাস ও করমদ্দী ছিলেন প্রধান।
কানাই মূলত দেহতত্ত্ববিষয়ক মরমি ও ভাবগান রচনা করেন। তাঁর কিছু পালাগান ও কবিগানও আছে। দেহতত্ত্ব, গুরুতত্ত্ব, যোগতত্ত্ব, সংসারের অনিত্যতা, জীবনরহস্য, নবীতত্ত্ব, কৃষ্ণবন্দনা ইত্যাদি তাঁর গানের বিষয়বস্ত্ত। একটি গানে তিনি বলেছেন: ‘এক বাপের দুই বেটা, তাজা মরা কেহ নয়। সকলেরই এক রক্ত একঘরে আশ্রয়।’ ড. মযহারুল ইসলাম রচিত কবি পাগলা কানাই (১৯৫৯) গ্রন্থে তাঁর ২৪০টি গান সঙ্কলিত হয়েছে। [রামদুলাল রায়]