নুরুদ্দিন, সৈয়দ
নুরুদ্দিন, সৈয়দ (১৮শ শতক) মধ্যযুগীয় ধর্মসাহিত্যের কবি। চট্টগ্রামের মির্জাপুরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর জনৈক পূর্বপুরুষ সৈয়দ হাসান ষোলো শতকে গৌড় থেকে চট্টগ্রামে এসে বসতি স্থাপন করেন।
নুরুদ্দিন মোট চারখানা কাব্য রচনা করেন: দাকায়েকুল হেকায়েক, রাহাতুল কুলব বা কেয়ামতনামা, বুরহানুল আরেফিন ও মুসার সওয়াল। এর মধ্যে দাকায়েকুল হেকায়েক ইমাম গাজ্জালির একই নামের বিশাল আরবি শাস্ত্রকাব্যের ভাবানুবাদ। এতে মৃত্যু, আজরাইল, রুহ, গোর-আজাব, ইস্রাফিল, কাফন, সাদকা ইত্যাদি সম্পর্কিত ২২টি ‘বাব’ বা অধ্যায় আছে। কুরআন, হাদীস ও তাফসির থেকে বিষয় নিয়ে তিনি রাহাতুল কুলব রচনা করেন। বুরহানুল আরেফিন বা হিতোপদেশ সুফিতত্ত্বের কাব্য। মুসার সওয়াল প্রশ্নোত্তরমূলক ক্ষুদ্র কাব্য। এসব কাব্যের উৎস আরবি-ফার্সি গ্রন্থ। ইসলামের আদর্শ ও রীতিনীতি প্রচার এগুলির মুখ্য উদ্দেশ্য। [ওয়াকিল আহমদ]