জুরী নদী
জুরী নদী (Juri River) ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর-পূর্বাংশের পাহাড়িয়া অঞ্চলে উদ্ভব হয়ে মৌলভীবাজার জেলার অন্তর্গত কুলাউড়া উপজেলার ধর্মনগর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ধর্মনগর থেকে শুরু করে বেশ কিছুদূর পর্যন্ত আন্তর্জাতিক সীমারেখা বরাবর উত্তর দিকে প্রবাহিত হওয়ার পর কুলাউড়া উপজেলার মধ্য দিয়ে আরও উত্তরে গিয়ে হাকালুকি হাওরের মধ্য দিয়ে পশ্চিম দিকে মোড় নিয়ে কুশিয়ারা নদীতে পড়েছে। নদীটির বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ৫৬ কিমি। এ নদীর ঊর্ধ্বাঞ্চল বৃষ্টিবহুল পাহাড়ী এলাকায় অবস্থিত হওয়ায় এপ্রিল মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এর নদী খাত ফল জনিত আকস্মিক বন্যা কবলিত হয় এবং হাওড়ের বোরো ধানের ব্যাপক ক্ষতির কারণ ঘটায়। [মোঃ মাহবুব মোর্শেদ]