গোঁজলা গুঁই
গোঁজলা গুঁই (১৮শ শতক) কবিওয়ালা। আঠারো শতকে বাংলার সাংস্কৃতিক অঙ্গনে কবিগান নামে এক প্রকার সঙ্গীতধর্মী সাহিত্য রচিত হয়, যা ‘কবিওয়ালা’ নামে এক শ্রেণির সৌখিন বা পেশাদার গায়ক আসরে পরিবেশন করতেন। উঁচু-নিচু সব শ্রেণির শ্রোতাই তখন কবিগান শুনে আনন্দ উপভোগ করত। নতুন ধারার এ গানের আদিগুরু ছিলেন গোঁজলা গুঁই। তিনি পেশাদার কবিদল গঠন করে ধনিগৃহে অর্থের বিনিময়ে এ গান গাইতেন।
গোঁজলা গুঁই টপ্পা রীতিতে গান রচনা করতেন। ‘এসো এসো চাঁদ বদনি/ এ রসে নিরস করো না ধনি’, ‘প্রাণ, তোরে হেরিয়ে দুখো দূরে গেলো মোর’ প্রভৃতি গানের বিষয় ও রীতি টপ্পার বৈশিষ্ট্য বহন করে। তাঁর যে গানগুলি পাওয়া গেছে সেগুলি নায়ক-নায়িকার উক্তিরূপে রচিত। তাঁর শিষ্য লালু, নন্দলাল, কেষ্টা মুচি, রঘুনাথ দাস ও রামজী পরবর্তীকালে কবিগানে নতুন মাত্রা যোগ করে একে আরও সম্প্রসারিত ও জনপ্রিয় করে তোলেন। [ওয়াকিল আহমদ]