উইভিল
উইভিল (Weevil) স্থানীয়ভাবে শুঁড়পোকা নামে পরিচিত Coleoptera বর্গের বিটলদের জ্ঞাতি এক দল পতঙ্গের সাধারণ নাম। এসব পতঙ্গ স্নাউট বিটল (snout beetles) নামেও পরিচিত। উইভিলরা Coleoptera বর্গের বৃহত্তম গোত্র Curculionidae-এর সদস্য।
অধিকাংশ উইভিলের রয়েছে লম্বা ও কনুই আকৃতির শুঙ্গ যেগুলি মাথার শীর্ষভাগে বিশেষ খাঁজে প্রয়োজনে ভাঁজ করে রাখতে পারে। বীজ, সবজি ও কাঠ চিবানোর জন্য মুখে আছে মজবুত চোয়াল। উইভিলরা সচরাচর ফ্যাকাশে রঙের হলেও কয়েকটি প্রজাতি বেশ উজ্জ্বল। অনেকেরই ডানা নেই, অন্যরা উড়তে পারে। অধিকাংশ উইভিল প্রায় ৬ মিমি লম্বা, বড় আকারের সদস্যরা ৭৫ মিমি বা ততোধিক, কতকগুলিকে আবার খালি চোখে ভালভাবে দেখাও যায় না।
অধিকাংশ উইভিলই একান্তভাবে উদ্ভিদভোজী এবং সবীজ উদ্ভিদের আশপাশেই এদের বসবাস। পূর্ণবয়স্ক ও লার্ভা দুটিই গাছপালার পক্ষে ক্ষতিকর। এরা গাছের কান্ড, ফুল, ফল ও বীজে ডিম পাড়ে। লার্ভা পা বিহীন, খায় ফুল, ফল, কান্ড বা মূল। Rhynchophora দলে কয়েকটি গোত্র আছে। Scolytidae গোত্রের প্রজাতিদের কাঁচা বা শুকনো কাঠে ছিদ্র করে বাস করতে দেখা যায়। বাংলাদেশে Cyladidae গোত্রের পিঁপড়াসদৃশ লাল ও নীল রঙের Cylas formicarius মিষ্টি আলুর একটি প্রধান ক্ষতিকর পতঙ্গ। Curculionidae গোত্রে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এদেশে অনেক ধরনের উইভিল আছে। আমের উইভিল (Sternochetus frigidus), স্টোন উইভিল (S. mangiferae), পাতা-কাটা উইভিল (Deporaus marginatus) এবং লিফ মাইনার (Rhynchaenus mangiferae) আমের ক্ষতিকর উইভিল। কলাগাছের উইভিল (Cosmopolites sordidus) ও শিকড়ের উইভিল (Odoiporus longicollis) কলা চাষের এক বড় অন্তরায়। পাটগাছের উইভিল (Apion corchori) পাটের এক প্রধান শত্রু। পামের লাল উইভিল (Rhynchophorus ferrugineus) নারকেল গাছের ক্ষতি করে।
বাংলাদেশে অন্যান্য ক্ষতিকর উইভিলের মধ্যে Attelabus, Alcides, Nanophyes, Apoderus, Balaninus, Desmidophorus, Myllocerus, Tanymecus-এর প্রজাতিগুলি উল্লেখযোগ্য। একাধিক প্রজাতির উইভিল গুদামজাত শস্যের ক্ষতি করে। এদের মধ্যে অত্যন্ত মারাত্মক হচ্ছে ধানের উইভিল (Sitophilus oryzae) যা ধান ছাড়াও গুদামজাত অন্যান্য শস্যের ব্যাপক ক্ষতি ঘটায়। ভুট্টার উইভিল (Sitophilus zeamais) ভুট্টাসহ গম ও অন্যান্য শস্যের জন্য যথেষ্ট ক্ষতিকর। [মোনাওয়ার আহমাদ]