ইসলাম প্রচারক
ইসলাম প্রচারক মাসিক পত্রিকা। মোহাম্মদ রেয়াজউদ্দীন আহমদের সম্পাদনায় ১২৯৮ বঙ্গাব্দের ভাদ্র মাসে (সেপ্টেম্বর ১৮৯১) কলকাতা থেকে এটি প্রথম প্রকাশিত হয়। পত্রিকার আখ্যাপত্রে শিরোনামের নিচে ‘ইসলাম ধর্মনীতি, সমাজনীতি, ইতিহাস ও সাহিত্য বিষয়ক মাসিক পত্রিকা’ লেখা থাকত। এ থেকে পত্রিকার উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়।
বাংলার মুসলমান সম্প্রদায়কে ধর্মীয়ভাবে জাগ্রত ও ঐতিহ্যগতভাবে অনুপ্রাণিত করার ব্রত নিয়ে ইসলাম প্রচারকে প্রবন্ধ, কবিতা, গল্প, উপন্যাস এবং সংবাদাদি প্রকাশ ও প্রচার করা হতো। পত্রিকার লেখকগণ বাংলার উঠতি মুসলিম জাতীয়তাবাদী শিক্ষিত শ্রেণির ধর্ম, সমাজ ও শিক্ষাবিষয়ক কার্যকলাপের প্রতি সমর্থন ও উৎসাহ জোগাতেন। বাংলা ভাষার পক্ষে অকুণ্ঠ সমর্থন দিয়ে কুরআন, তাফসির ও অন্যান্য ধর্মপুস্তকের অনুবাদ প্রকাশ করে ইসলাম প্রচারক ঐতিহাসিক দায়িত্ব পালন করে।
পত্রিকাটি প্রথম দুবছর চলার পর কিছুকাল বন্ধ থাকে। পরে ১৩০৬ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (আগস্ট ১৮৯৯) এটি নবপর্যায়ে পুনঃপ্রকাশিত হয়। ১৩০৭ বঙ্গাব্দের বৈশাখ (এপ্রিল ১৯০০) পর্যন্ত মোট নয় বছর ইসলাম প্রচারক টিকে ছিল। [ওয়াকিল আহমদ]