আহমদ, বেনজীর
আহমদ, বেনজীর (১৯০৩-১৯৮৩) কবি, সাংবাদিক। নারায়ণগঞ্জ জেলার ধানুয়া গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম। তাঁর পৈতৃক নিবাস ঢাকার ইলমদী গ্রামে। ছাত্রজীবনে (১৯২০-১৯২২) খিলাফত ও অসহযোগ আন্দোলনের সঙ্গে তিনি জড়িত ছিলেন। সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ১৯২১ সালে তিনি গ্রেফতার হন এবং দীর্ঘদিন কারাদন্ড ভোগ করেন। পরবর্তীকালে মুসলিম পুনর্জাগরণবাদী চেতনায় উজ্জীবিত হয়ে তিনি মুসলিম লীগের সক্রিয় কর্মী হিসেবে পাকিস্তান আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৬২ সালের ২৮ এপ্রিল মৌলিক গণতান্ত্রিক প্রথায় ঢাকা-৬ আসন থেকে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
বেনজীরের সাংবাদিক জীবন শুরু হয় মাসিক সাহিত্যপত্র নওরোজ (১৯২৭) সম্পাদনা ও প্রকাশনার মাধ্যমে। পরে তিনি দৈনিক আজাদ ও দৈনিক নবযুগ (১৯৪১) পত্রিকায়ও সাংবাদিকতা করেন।
সাহিত্যচর্চার ক্ষেত্রে বেনজীর ছিলেন কাজী নজরুল ইসলাম-এর (১৮৯৯-১৯৭৬) রীতির অনুসারী। তবে তাঁর রচনার মূলসুর ছিল মুসলিম জাতীয়তাবাদ। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে কবিতা বন্দীর বাঁশী (১৯৩২), বৈশাখী (১৯৪৫) এবং প্রবন্ধ ইসলাম ও কম্যুনিজম (১৯৪৫) প্রধান। তাঁর অন্যান্য কয়েকটি গ্রন্থ হলো: আশ্চর্য আর আশ্চর্য, কমলমণি, কোরানের গল্প ইত্যাদি। কবিতায় বিশেষ অবদানের জন্য বেনজীর ১৯৬৪ সালে বাংলা একাডেমী পুরষ্কার লাভ করেন। ১৯৮৩ সালের ১২ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। [মাহবুবুল হক]