আলাউদ্দীন ফিরুজ শাহ
আলাউদ্দীন ফিরুজ শাহ (১৪১৪-১৪১৫ ) সুলতান শিহাবউদ্দীন বায়েজীদ শাহের পুত্র ও উত্তরাধিকারী। তবে তিনি নামমাত্র সুলতান ছিলেন, প্রকৃত ক্ষমতা ছিল রাজা গণেশের হাতে। মাত্র কয়েক মাস রাজ্য শাসনের পর গণেশ তাঁকে সিংহাসনচ্যুত করেন। মুয়াজ্জমাবাদ (পূর্ব বঙ্গ) ও সাতগাঁও (দক্ষিণ বঙ্গ) থেকে ৮১৭ হিজরিতে (১৪১৪-১৪১৫ খ্রি.) প্রকাশিত ফিরুজ শাহের মুদ্রা পাওয়া গেছে। কিন্তু রাজধানী ফিরুজাবাদ (পান্ডুয়া) থেকে জারীকৃত কোনো মুদ্রা এ পর্যন্ত পাওয়া যায় নি। গণেশ অবৈধভাবে সিংহাসন দখল করলে তিনি হয়ত রাজধানী থেকে পালিয়ে দক্ষিণ ও পূর্ব বঙ্গের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে থাকবেন। কিন্তু শীঘ্রই গণেশ তাঁকে পরাজিত ও হত্যা করেন। ফলে প্রথম ইলিয়াস শাহী বংশের রাজত্বের অবসান ঘটে। [এম. আবু তাহের]