আবদুল্লাহ, মুহাম্মদ
আবদুল্লাহ, মুহাম্মদ (১৯৩২-২০০৮) অধ্যাপক, গবেষক। ১৯৩২ সালের ১ এপ্রিল লক্ষ্মীপুর জেলাধীন বাঙ্গাখাঁ গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা মওলানা মুখলেসুর রহমান। নোয়াখালী কারামতিয়া মাদ্রাসা থেকে ১৯৪৩ সালে আলিম, ১৯৪৫ সালে ফাজিল, ১৯৪৭ সালে কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে মুমতাযুল মুহাদ্দিসীন, ১৯৪৯ সালে চট্টগ্রাম হাজী মুহম্মদ মোহসীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উর্দুতে বি.এ অনার্স, ১৯৫৩ সালে একই বিষয়ে এম.এ ১৯৭২ সালে ইসলামিক স্টাডিজে এম.এ, ১৯৭৩ সালে আরবিতে এম.এ ১৯৮১ সালে এম.ফিল এবং ১৯৮৩ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
মুহাম্মদ আবদুল্লাহ সিলেট সরকারি মাদ্রাসায় ১৯৫৫ সালে যোগদান করেন। ১৯৭২ সালের ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু ও ফারসি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৭৮ সালে তিনি সহযোগী অধ্যাপক এবং ১৯৮৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৯২ সালের ৩০ জুন তিনি অবসর গ্রহণ করার পর উর্দু ও ফারসি বিভাগে সুপারনিউমারারি প্রফেসর হিসেবে ১০ বছর অধ্যাপনা করেন।
মুহাম্মদ আবদুল্লাহ আরবি, ফারসি, বাংলা, উর্দু ও ইংরেজি ভাষায় দক্ষ ছিলেন। তিনি ৩৩টি গ্রন্থ রচনা করেন। বাংলা বিশ্বকোষ, ইসলামী বিশ্বকোষ এবং দেশবিদেশের পত্রপত্রিকায় তাঁর চারশতাধিক প্রবন্ধ/নিবন্ধ প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ১১টি গবেষণা প্রকল্প তিনি সম্পন্ন করেন।
উর্দু ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৬৬ সালে লাহোরের সাইয়ারা পত্রিকার সম্পাদনা পরিষদ কর্তৃক ‘নিশানে উর্দু খেতাব’ এবং ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘ইব্রাহিম খাঁ স্বর্ণপদক’ লাভ করেন। তাঁর মৃত্যু হয় ২০০৮ সালের ২১ অক্টোবর। [আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী]