প্রিমিয়ার ব্যাংক লিমিটেড

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড  বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক। ১৯৯৯ সালের ২৬ অক্টোবরে ২২ উদ্যোক্তার ১০০ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্যাংকের ১৪ জন উদ্যোক্তার মধ্যে একজন নিউজিল্যান্ডের নাগরিকও আছেন। ২০০৯ সালের শেষে ব্যাংকটির অনুমোদিত মূলধন ৬০০০ মিলিয়ন টাকা ও পরিশোধিত মূলধনের পরিমান ২২৪২ টাকায় উন্নীত হয়েছে। ব্যাংকটি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নিবন্ধিত এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ তালিকাভুক্ত।

১৫ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদের ওপর ব্যাংকটির সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব ও নীতি-নির্ধারণের ক্ষমতা ন্যস্ত। ব্যবস্থাপনা পরিচালক, ৩ জন উপব্যবস্থাপনা পরিচালক, ৩২ জন সিনিয়র নির্বাহী সহ মোট ৮৯৩ জন কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় ব্যাংকটির দৈনন্দিন ব্যবসায়িক ও প্রশাসনিক কার্যাাবলি পরিচালনা করেন। ৩১ ডিসেম্বর ২০১০ পর্যন্ত ব্যংকটির মোট শাখার সংখ্যা ৪৭। প্রচলিত সবধরনের বাণিজ্যিক ব্যাংকিং সেবার পাশাপাশি ব্যাংকটি ঢাকা ও সিলেটের ২টি শাখায় ইসলামি ব্যাংকিং এবং ঢাকায় ৫টি এসএমই শাখা চালু করেছে।

মৌল তথ্য ও পরিসংখ্যান (মিলিয়ন টাকায়)।

বিবরণ ২০০৪ ২০০৫ ২০০৬ ২০০৭ ২০০৮ ২০০৯
অনুমোদিত মূলধন ২০০০ ২০০০ ২০০০ ২০০০ ২০০০ ৬০০০
মূলধন ৫৫৮ ৫৫৮ ৮৪৫ ১৬৯০ ১৬৯০ ২২৪২
রিজার্ভ ৩০১ ৪০৩ ৫৪৪ ৬৫০ ৮৭০ ১৫৮২
আমানত ১৮০০৫ ২০২৯০ ২৪১৯৯ ২৭১১৪ ৩২০৫৯ ৩৭৩৮২
(ক) তলবি আমানত ২৩৭৫ ৩৭১৬ ৩১১৯ ৩৪৮৫ ৩৮৭০ ১২৫১৬
(খ) মেয়াদি আমানত ১৫৬৩০ ১৬৫৭৪ ২১০৮০ ২৩৬২৯ ২৮১৮৯ ২৪৮৬৬
ঋণ ও অগ্রিম ১৫৩৮৪ ১৮০৩২ ২০৬৭৮ ২৩,৬৩৮ ৩০৩১৯ ৩৩৬৬৫
বিনিয়োগ ২৭৫০ ২২৪৩ ২৩৯৪ ৩৪৬১ ৪১০৭ ৬৫১৩
মোট পরিসম্পদ ২০১০০ ২২৭৬৮ ২৭১৭০ ৩২৫৭৩ ৬০২৯০ ৪৭৩৪৩
মোট আয় ২৩৯৫ ২৮৬৪ ৩৬২২ ৪১৮৬ ৫০৭০ ৫৭৬৩
মোট ব্যয় ১৪৬৫ ১৯৬৫ ২৬৮০ ৩১৮৩ ৩৭৯৭ ৪৩৭১
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা ৩৫৫১৭ ৩৫২৭৭ ৩৯৭৩৮ ৪৪৮৪২ ৬২৩৩২ ৫৮৬৯৩
(ক) রপ্তানি ১৩৫১৬ ১৩১১৬ ১৬৯৪১ ১৬৭২৫ ২০৮০৪ ২০৪১১
(খ) আমদানি ২০৫৯৩ ২০৭৩৪ ২১৮৫৭ ২৬৪৯৭ ৩৮৭৪২ ৩৬০৫৯
(গ) রেমিট্যান্স ১৪০৮ ১৪২৭ ৯৪০ ১৬২০ ২৭৮৬ ২২২৩
মোট জনশক্তি (সংখ্যায়) ৫৫৪ ৬০৫ ৬৭৭ ৭৩১ ৮৩৪ ৮৯৩
(ক) কর্মকর্তা ৪৮৪ ৫২৮ ৬০৪ ৬৪৭ ৭২৮ ৭৯০
(খ) কর্মচারী ৭০ ৭৭ ৭৩ ৮৪ ১০৬ ১০৩
বিদেশি প্রতিসংগী ব্যাংক (সংখ্যায়) ২৯৭ ৩৪৫ ৩৫০ ৩৯৭ ৩৬১ ৪৩৯
শাখা (সংখ্যায়) ২১ ২১ ২৬ ২৭ ৩০ ৩৮
(ক) দেশে ২১ ২১ ২৬ ২৭ ৩০ ৩৮
(খ) বিদেশে - - - -
কৃষিখাতে
ক) ঋণ বিতরণ ১২ ৬৭ ৩৬ ৪১
খ) আদায় - - - ১২
শিল্প খাতে
ক) ঋণ বিতরণ ৭৫৩৪ ৬৫৫৯ ৭১৫৪ ৬৪৩২ ৮৮৭৭ ১০৬১৮
খ) আদায় ৬৩৫৪ ৩৫৭৭ ৬৪১০ ৫৪৪৩ ৬৫০৬ ৭২০৩
খাতভিত্তিক ঋণের স্থিতি
ক) কৃষি ও মৎস্য ৮১৮ ৬২৪ ৭৩০ ৬৭২ ৫৪৩ ৬০৩
খ) শিল্প ২৩৩৬ ২১১৮ ২৪৫২ ৩২৩৮ ৬০৭৩ ৬৭৪৩
গ) ব্যবসাবাণিজ্য ৭৮০৪ ৫৮৮৬ ৬২৮০ ৭৭৩৫ ১১২৮৮ ১২৫৩৩
ঘ) দারিদ্র্য বিমোচন - - - - ১৬৯ ১৮৮

উৎস   অর্থবিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলী, ২০০৪-০৫ থেকে ২০০৯-১০।

সাধারণ ব্যাংকিং ছাড়াও প্রিমিয়ার ব্যাংক মার্চেন্ট ও বিনিয়োগ ব্যাংক হিসেবে তাদের কর্মকান্ড পরিব্যপ্ত করেছে। মাস্টার কার্ড প্রচলনের পাশাপাশি প্রিমিয়াম ব্যাংক গ্রাহকদের অনলাইন ব্যাংকিং সুবিধাও দিচ্ছে। ‘ইভনিং ব্যাংকিং’ এর সুযোগ এই ব্যাংকটির একটি কাসটমার রিলেশনস উন্নয়নের উল্লেখযোগ্য কর্মসূচি। বৈদেশিক মূদ্রা লেনদেন ব্যবসায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অনলাইন সার্ভিস সাবস্ক্রিপশনসহ স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ সংস্থাপন এবং  ৪৩৯টি বিদেশি সহযোগী সংস্থার সাথে যোগাযোগ চুক্তি রয়েছে ব্যাংকটির। প্রিমিয়ার ব্যাংক এসএমএস ব্যাংকিং সার্ভিস চালু করে ২০০৬ সালের ৩০ জানুয়ারি। মোবাইল ফোন থেকে এসএমএস-এর মাধ্যমে গ্রাহক যেকোন সময় যেকোন স্থান থেকে তার যাবতীয় ব্যাংকিং ইনফরমেশন আদান-প্রদান করতে পারে।  [মোহাম্মদ আবদুল মজিদ]