ইউসুফজয়ী, আবদুল হামিদ খান

ইউসুফজয়ী, আবদুল হামিদ খান (১৮৪৫-১৯১৫)  সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ।  টাঙ্গাইল জেলার চাড়ান গ্রামে তাঁর জন্ম। তিনি স্থানীয় দেলদুয়ার এস্টেটে ম্যানেজারের চাকরি করতেন। ইউসুফজয়ীর দৃষ্টিভঙ্গি ছিল অসাম্প্রদায়িক ও প্রগতিশীল। জমিদারপত্নী করিমুন্নেসা খানম চৌধুরানীর অর্থানুকূল্যে তিনি  আহমদী (১৮৮৬) নামে অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ একখানি পাক্ষিক পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন। গো-হত্যা ও হানাফি-লা-মজহাবি প্রশ্নে আহমদী এবং টাঙ্গাইলের আরেকটি পত্রিকা আখবারে এসলামীয়ার মধ্যে বিরোধ, বিতর্ক ও মামলা পর্যন্ত হয়েছে।

ইউসুফজয়ী চিন্তা ও কর্মে ছিলেন মীর মশাররফ হোসেনের সহযোগী। তিনি সুরেন্দ্রনাথ ব্যানার্জীরও সহকর্মী ছিলেন। কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি  স্বদেশী আন্দোলন (১৯০৫-১১) ও ব্রিটিশবিরোধী কার্যকলাপে অংশগ্রহণ করেন। রাজনীতি ও পত্রিকা সম্পাদনার পাশাপাশি তিনি সাহিত্যচর্চাও করেছেন। তাঁর প্রথম গ্রন্থ সারসংগ্রহ (১ম খন্ড, ১৮৮৭) গদ্যে-পদ্যে রচিত একখানা নীতিবিষয়ক রচনা। পরবর্তী রচনা বিরাগসঙ্গীত (১৮৯০), প্রবোধসঙ্গীত (১৮৯১) ও উদাসী (১৯০৫) কাব্যগ্রন্থ। খন্ডকবিতা ও আখ্যানকাব্যের সংকলন উদাসী তাঁর শ্রেষ্ঠ রচনা। মানবপ্রেম, স্বদেশপ্রেম, অধ্যাত্মপ্রেম, সমাজনীতি ইত্যাদি তাঁর রচনার প্রধান বিষয়।

[ওয়াকিল আহমদ]