আহমদী

আহমদী  টাঙ্গাইল থেকে প্রকাশিত একটি পাক্ষিক পত্রিকা। আবদুল হামিদ খান ইউসুফজয়ীর সম্পাদনায় ১২৯৩ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (জুলাই ১৮৮৬) এটি প্রথম প্রকাশিত হয়। দেলদুয়ারের জমিদারপত্নী করিমুন্নেসা খানম চৌধুরানী এর পৃষ্ঠপোষক ছিলেন। তিন বছর পর ১২৯৬ বঙ্গাব্দে পত্রিকাটি ‘আহমদী ও নবরত্ন’ নামে প্রকাশিত হয়।

মতবাদ ও দৃষ্টিভঙ্গির দিক থেকে আহমদী ছিল একটি প্রগতিশীল পত্রিকা। দেলদুয়ার এস্টেটের ম্যানেজার ও সাহিত্যিক  মীর মশাররফ হোসেন এর নিয়মিত লেখক ছিলেন। টাঙ্গাইলের রক্ষণশীল পত্রিকা আখবারে এসলামীয়ার সঙ্গে সামাজিক ও ধর্মীয় বিষয়ে এর দ্বন্দ্ব ছিল।

আহমদী রাজনৈতিকভাবেও সচেতন ছিল। সমকালীন রাজনৈতিক ও সামাজিক ঘটনার বিবরণ ও সাহিত্যবিষয়ক রচনা এতে স্থান পেত।  [ওয়াকিল আহমদ]