আম গবেষণা কেন্দ্র

আম গবেষণা কেন্দ্র (Mango Research Station)  ১৯৮৫ সালে উদ্যানতত্ত্ব বিভাগের অধীনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতায় আম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। এটি  রাজশাহী শহর থেকে প্রায় ৫০ কিমি পূর্বদিকে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। কেন্দ্রের প্রধান উদ্দেশ্য আম চাষের ওপর সার্বিক গবেষণা পরিচালনা এবং আমের জাত উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি। কেন্দ্রটির প্রায় ১২.৪০ হেক্টর (৩০.৬ একর) জমির উপর আছে ফলবাগান, গবেষণাগার, অফিস ও আবাসিক ভবন এবং ৬৫ জাতের তিন শতাধিক আমগাছ। একজন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কেন্দ্র প্রধান এবং সহযোগী হিসেবে রয়েছেন কয়েক জন বৈজ্ঞানিক কর্মকর্তা। বর্তমানে আম গবেষণা কেন্দ্রটি উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের অধীনে আঞ্চলিক আম গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে। কতিপয় জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের সাথে এ কেন্দ্র সক্রিয় সহযোগিতা রাখে।  [এস.এম হুমায়ুন কবির]

আরও দেখুন আম; বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট