আসাদুল্লাহ কাওকাব, খাজা

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:৪৬, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

আসাদুল্লাহ কাওকাব, খাজা (১৯শ শতক)  ফারসি ভাষার কবি। মূল নাম আসাদুল্লাহ, ‘কাওকাব’ তাঁর সাহিত্যিক নাম। তিনি আত্মীয়তাসূত্রে ঢাকার খাজা পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। আসাদুল্লাহ কলকাতা আলিয়া মাদ্রাসায় শিক্ষা লাভ করেন। ঢাকায় এসে কিছুদিন ওকালতি করার পর তিনি খাজা আবদুল গফুরের ব্যক্তিগত মুনশি নিযুক্ত হন। জীবনের শেষ পর্যায়ে তিনি বিহারের শাহ নজীবুল্লাহর হাতে বায়আত হয়ে বাকি জীবন ধর্মসাধনায় অতিবাহিত করেন।

আসাদুল্লাহ ফারসি ও আরবি ভাষায় ব্যুৎপন্ন ছিলেন। তিনি কলকাতার দুরবীন পত্রিকায় ফারসি কবিতা লিখতেন। তাঁর বৃহদাকার ফারসি দীউয়ান সংকলিত হয়েছে। ঢাকার বিখ্যাত পন্ডিত আগা আহমদ আলী ইস্পাহানি তাঁর শিষ্য ছিলেন।

[আবু মূসা মোঃ আরিফ বিল্লাহ]