আলী, শমসের

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:৪২, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

আলী, শমসের (১৯১৯-১৯৬৪)  ঔপন্যাসিক। ‘বেদুইন শমসের’ ছদ্মনামে তিনি সাহিত্যচর্চা করতেন বলে এই নামেই বহুল পরিচিত। ১৩২৬ বঙ্গাব্দের ২৯ আশ্বিন (অক্টোবর ১৯১৯) ফরিদপুরের গোপালপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষাজীবন শুরু হয় ফরিদপুর শহরে। সেখানকার একটি স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাস করেন। তারপর কলকাতার  প্রেসিডেন্সি কলেজ থেকে আই এসসি ও বি এসসি পাস করেন।

শমসের আলী প্রথমে পুলিশ বিভাগে চাকরি করেন। পরে চাকরি ছেড়ে তিনি আইন ব্যবসায় নিয়োজিত হন এবং ঢাকা বারের সঙ্গে যুক্ত হন। আইন ব্যবসার অবসরে তিনি সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন এবং উপন্যাস রচনা করে খ্যাতি অর্জন করেন। তাঁর রচিত উপন্যাসসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো: বেঈমান (১৯৪৪), রিক্সাওয়ালা (১৯৫০), কাঁটা ও ফুল (১৯৫৬), তার ও ঝংকার (১৯৫৬), বুড়িগঙ্গার বুকে (২য় সংস্করণ, ১৯৫৬), দিশাহারা (১৯৫৬), চাওয়া পাওয়া (১৯৬৩) ইত্যাদি। ১৯৬৪ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।  [বদিউজ্জামান]