বন্দ্যোপাধ্যায়, শ্রীকুমার
বন্দ্যোপাধ্যায়, শ্রীকুমার (১৮৯২-১৯৭০) সাহিত্যসমালোচক, গবেষক। ১৮৯২ সালের ২৩ মার্চ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার হাতিয়াগ্রামে মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস একই জেলার কুশমোর গ্রামে।
শ্রীকুমার ১৯০৬ সালে এন্ট্রান্স, ১৯০৮ সালে হেতমপুর কলেজ থেকে এফএ, ১৯১০ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরেজিতে ঈশান স্কলার হয়ে বিএ এবং ১৯১২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাস করেন। ১৯২৭ সালে এ বিশ্ববিদ্যালয় থেকেই তিনি ‘রোম্যান্টিক থিওরি ওয়াডর্সওয়ার্থ অ্যান্ড কোলরিজ’ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
অধ্যয়ন শেষে রিপন কলেজে অধ্যাপনার মাধ্যমে শ্রীকুমার তাঁর পেশাগত জীবন শুরু করেন। পরে প্রেসিডেন্সি কলেজ, রাজশাহী কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান ও রামতনু লাহিড়ী অধ্যাপক হন। এ পদে তিনি ১৯৫৫ সাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন। এর আগে ১৯৪৭ সালে দেশ স্বাধীনের পর থেকেই তিনি ভারতীয় কংগ্রেস দলে যোগ দেন এবং পশ্চিমবঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন।
শ্রীকুমার বাংলা ও ইংরেজি সাহিত্যের সমালোচনা এবং ইতিহাস রচনায় অসাধারণ পান্ডিত্যের পরিচয় দেন। তাঁর রচিত গ্রন্থের মধ্যে বঙ্গসাহিত্যে উপন্যাসের ধারা (১৯৩৮), বাঙ্গালা সাহিত্যের কথা (১৯৪৬), ইংরেজি সাহিত্যের ইতিহাস (১৯৪৬), বাঙ্গালা সাহিত্যের বিকাশের ধারা (১৯৫৯), সাহিত্য ও সংস্কৃতির তীর্থসঙ্গমে (১৯৬২), রবীন্দ্র-সৃষ্টি-সমীক্ষা (১৯৬৯), Critical Theory and Practice in the Lyrical Ballad উল্লেখযোগ্য। এছাড়া তিনি সমালোচনা সাহিত্য (১৯৫২), কবিকঙ্কণ চন্ডী, ঊনবিংশ শতকের নীতিকবিতা সংকলন (১৯৬০) প্রভৃতি যুগ্মভাবে সম্পাদনা করেন। তাঁর গ্রন্থগুলি বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলা ও ইংরেজি সাহিত্যের পঠন-পাঠনে বহুকাল যাবৎ গুরুত্বের সঙ্গে ব্যবহূত হয়ে আসছে। ১৯৭০ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। [মাহবুবুল হক]