শাহ্, পাঞ্জু
শাহ্, পাঞ্জু (১৮৫১-১৯১৪) মরমি কবি, আধ্যাত্মিক সাধক। ১২৫৮ বঙ্গাব্দের ২৮ শ্রাবণ তাঁর জন্ম। পাঞ্জু শাহ্র পূর্বপুরুষ ছিলেন ঝিনাইদহের শৈলকূপা এলাকার জমিদার, কিন্তু পরে দরিদ্রদশায় পতিত হন। ইসলামি রক্ষণশীলতার কারণে বাল্যকালে তাঁকে আরবি, ফারসি ও উর্দু শিখতে হয়। কিন্তু বাংলা ভাষার প্রতি প্রবল আগ্রহের কারণে তিনি নিজ চেষ্টায় বাংলা শেখেন।
পাঞ্জু শাহ্ কীর্তন, গাজীর গান, ধুয়া, জারি, ভাবসঙ্গীত এবং হিন্দু-মুসলিম সাধকদের অধ্যাত্ম-সাধনার দ্বারা প্রভাবিত হন। তিনি সাধক হিরাজতুল্লাহর শিষ্যত্ব গ্রহণ করে সুফি ভাবধারায় গান রচনা করেন। তাঁর মরমি গানের সংখ্যা প্রায় দ’ুশ। তাঁর গানগুলি বাউলতত্ত্ব দ্বারা প্রভাবিত। গানগুলি তাঁর শিষ্যরা গেয়ে গেয়ে প্রচার করেন। তাঁর পুত্র খোন্দকার রফিউদ্দীন ভাবসঙ্গীত নামক গ্রন্থে কিছু গান সঙ্কলিত করেন। এছাড়া ড. খোন্দকার রিয়াজুল হকের মরমী কবি পাঞ্জু শাহ: জীবন ও কাব্য (১৯৯০) গ্রন্থে তাঁর দুশতাধিক গান সঙ্কলিত হয়েছে।
পাঞ্জু শাহ্ তাঁর কবিতা ও গানে মানবতার আদর্শ তুলে ধরেন। একটি গানে তিনি বলেন: ‘মানুষের করণ মানুষ ভিন্ন নয় ওরে মন।’ ১৮৯০ সালে ছহি ইস্কি ছাদেকী গওহোর নামে তাঁর একখানা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এতে সুফিতত্ত্বের মর্মকথা ও নৈতিক উপদেশ বর্ণিত হয়েছে। ১৩২১ বঙ্গাব্দের ২৮ শ্রাবণ হরিশপুরে পাঞ্জু শাহ্ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। [রামদুলাল রায়]