দীঘিনালা উপজেলা
দীঘিনালা উপজেলা (খাগড়াছড়ি জেলা) আয়তন: ৬৯৪.১২ বর্গ কিমি। অবস্থান: ২৩°০৪´ থেকে ২৩°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫৬´ থেকে ৯২°১১´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে লংগদু উপজেলা, পূর্বে বাঘাইছড়ি উপজেলা, পশ্চিমে পানছড়ি ও খাগড়াছড়ি সদর উপজেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য। এ উপজেলায় গলামুন, কারমি মুড়া, লুটিবান, কুরাদিয়া পাহাড় উল্লেখযোগ্য।
জনসংখ্যা ৯২৭৪৩; পুরুষ ৪৮৫৯৭, মহিলা ৪৪১৪৬। মুসলিম ২৯৪২৩, হিন্দু ৮৫০৯, বৌদ্ধ ১০০৪, খ্রিস্টান ৫৩৭৭৭ এবং অন্যান্য ৩০। এ উপজেলায় চাকমা, ত্রিপুরা, মারমা প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
জলাশয় প্রধান নদী: মাইনী।
প্রশাসন দীঘিনালা থানা গঠিত হয় ১৯১৬ সালে এবং থানা উপজেলায় রূপান্তরিত হয় ১৯৮৪ সালে।
উপজেলা | ||||||||
পৌরসভা | ইউনিয়ন | মৌজা | গ্রাম | জনসংখ্যা | ঘনত্ব(প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||
---|---|---|---|---|---|---|---|---|
শহর | গ্রাম | শহর | গ্রাম | |||||
- | ৫ | ২২ | ২৩৫ | ১৩১১৭ | ৭৯৬২৬ | ১৩৪ | ৬২.১ | ৪৫.০ |
উপজেলা শহর | ||||
আয়তন (বর্গ কিমি) | মৌজা | লোকসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) |
১০.৩৬ | ১ | ১৩১১৭ | ১২৬৬ | ৬২.০৭ |
ইউনিয়ন | ||||
ইউনিয়নের নাম ও জিও কোড | আয়তন(একর) | লোকসংখ্যা | শিক্ষার হার(%) | |
</nowiki>পুরুষ | মহিলা | |||
কাবাখালী ৬৩ | ১১৫২০ | ৭৩৮৪ | ৬৬১৮ | ৪৭.৮৩ |
দীঘিনালা ৪৭ | ১০৮৮০ | ৬৮৩৮ | ৬৩৩৪ | ৪৭.২৬ |
বাবুছড়া ১৫ | ৫৩১২০ | ৭০৯৮ | ৬১৯৯ | ৩৯.৪৮ |
বোয়ালখালী ৩১ | ৭৬৮০ | ৯৪০১ | ৮০৯০ | ৫৭.১১ |
মিরং ৭৯ | ৫৬৩২০ | ১৭৮৭৬ | ১৬৯০৫ | ৪৫.৫৩ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪৭.৫%; পুরুষ ৫৬.১%, মহিলা ৩৮.০%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: দীঘিনালা সরকারি কলেজ, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়, দীঘিনালা মডেল বালিকা বিদ্যালয়, হাসিনপুর উচ্চ বিদ্যালয়, অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়, বাবুছড়া উচ্চ বিদ্যালয়, উদালবাগান উচ্চ বিদ্যালয়, রসিক নগর দাখিল মাদ্রাসা।
চিত্র:দীঘিনালা উপজেলা html 88407781.png
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৬৫.৫৩%, অকৃষি শ্রমিক ৮.৫১%, ব্যবসা ৯.৭০%, চাকরি ৫.০১%, নির্মাণ ০.৪২%, ধর্মীয় সেবা ০.২০%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.১০% এবং অন্যান্য ১০.৫৩%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৪৬.৯৬%, ভূমিহীন ৫৩.০৪%। শহরে ২৫.৮৫% এবং গ্রামে ৫০.৫৭% পরিবারের কৃষিজমি রয়েছে।
প্রধান কৃষি ফসল ধান, আদা, সরিষা, বাদাম, তিল, পাহাড়ি আলু, শাকসবজি।
প্রধান ফল-ফলাদি কলা, কাঁঠাল।
মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার হাঁস-মুরগির ৬।
যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ৯১ কিমি, আধা-পাকারাস্তা ৩৪ কিমি, কাঁচারাস্তা ২৮০কিমি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন গরুর গাড়ি।
শিল্প ও কলকারখানা রাইসমিল, স’মিল।
কুটিরশিল্প তাঁতশিল্প, দারুশিল্প বাঁশ ও বেতের কাজ।
হাটবাজার ও মেলা দীঘিনালা বাজার, বাবুছড়া বাজার ও কল্যাণপুর বাজার উল্লেখযোগ্য।
বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবকটি ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ১২.০১% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
পানীয়জলের উৎস নলকূপ ৫৩.৪৫%, ট্যাপ ০.৩৪%, পুকুর ১.৯৩% এবং অন্যান্য ৪৪.২৮%।
স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ১৪.৩৮% (গ্রামে ৯.৩২% এবং শহরে ৪৩.৯৮%) পরিবার স্বাস্থ্যকর এবং ৭৩.৭১% (গ্রামে ৭৭.৮৭% এবং শহরে ৪৯.৩৫%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ১১.৯১% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১। [আতিকুর রহমান]
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; দীঘিনালা উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।