রহমান, গোলাম
রহমান, গোলাম (১৯৩১-১৯৭২) শিশুসাহিত্যিক, সাংবাদিক। ১৯৩১ সালের ২৮ নভেম্বর কলকাতায় তাঁর জন্ম। ১৯৪৭ সালে তিনি কলকাতার মডার্ন স্কুল থেকে প্রবেশিকা পাস করে সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন (১৯৪৯), কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার কারণে পরের বছর ঢাকায় এসে জগন্নাথ কলেজে অধ্যয়ন করেন। শেষ পর্যন্ত লেখাপড়া অসমাপ্ত রেখে তিনি সাংবাদিকতায় যোগদান করেন।
প্রথম দিকে তিনি কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ ও দৈনিক ইনসাফ-এ ছোটদের পাতা ও সাহিত্য-সাময়িকী সম্পাদনা করতেন। তিনি কিছুদিন ছোটদের মাসিক পত্রিকা মধুমালাও সম্পাদনা করেছেন (১৯৬০)। পরবর্তীকালে ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সঙ্গে তিনি সংশ্লিষ্ট হন। তিনি বেশ কিছুদিন পূর্ব পাকিস্তানের সাংবাদিক ইউনিয়নের সহসম্পাদকের দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা ছাড়াও তিনি নানা ধরনের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
গোলাম রহমান উপন্যাস, ছোটগল্প, জীবনী, নাটক ইত্যাদি আঙ্গিকে একাধিক গ্রন্থ রচনা করেন। শিশুসাহিত্য রচনায়ও তিনি দক্ষতার পরিচয় দেন। তাঁর রচিত শিশুতোষগ্রন্থগুলি: রকমফের (১৯৫৩), পানুর পাঠশালা (১৯৫৩), বাড়ি নিয়ে বাড়াবাড়ি (পুনর্মুদ্রণ ১৯৫৭), আজব দেশে এলিস (১৯৫৭), বুদ্ধির ঢেঁকি (১৯৫৮), চকমকি (১৯৬০), জ্যান্ত ছবির ভোজবাজি (১৯৬০), রুশ দেশের রূপকথা (১৯৬০) ও ঈশপের গল্প (২য় সং ১৯৬৬)। তাঁর অন্যান্য উলেখযোগ্য রচনাগুলি: নেতা ও রানী (১৯৫৪), আমাদের বীর সংগ্রামী (১৯৭০) ও জীবনের বিচিত্রা। বাংলা একাডেমী কর্তৃক চারখন্ডে গোলাম রহমান রচনাবলী প্রকাশিত হয়েছে। তিনি ১৯৬৯ সালে শিশুসাহিত্যে ‘বাংলা একাডেমী পুরস্কার’ লাভ করেন। ১৯৭২ সালের ১২ জানুয়ারি তিনি ঢাকায় আততায়ীর হাতে নিহত হন। [মাহবুবুল হক]