মথুরা

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৩৯, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
মথুরা
মথুরা

মথুরা (Kalij pheasant)  মাটিতে দ্রুত চলার ক্ষমতাসম্পন্ন পাখি, Lophura leucomelanos। Galliformes বর্গের, Phasianidae গোত্রাধীন এই পাখিটিকে কালোময়ূরও বলা হয়।

গ্রামীণ মুরগির আকারবিশিষ্ট; দৈর্ঘ্যে প্রায় ৬৫ সেমি। দেহের উপরিভাগের পালক নীল কালো, পশ্চাৎদেশে সাদা পালক নিবিড়ভাবে সজ্জিত, বক্ষদেশের কালো পালক চকচকে ইস্পাত নীল ও রক্তবর্ণের আভায় রঞ্জিত।

পালকগুলি গোলাকৃতির। যৌন-দ্বিরূপিতা দেখা যায়। স্ত্রী পাখির পুচ্ছ অপেক্ষাকৃত খাটো এবং ঝুঁটি অধিকতর খাড়া। চঞ্চু মজবুত। চক্ষু নগ্ন; লাল ত্বক দ্বারা ঘেরা। স্ত্রী-পুরুষ উভয় পাখির দীর্ঘ কালো ঝুঁটি পশ্চাৎমুখী। ডানার বিস্তার প্রায় ২০ সেমি, গোলাকৃতির; পেছনের ডানা থেকে সামান্য লম্বা, চাপা, ‘ছাদ আকৃতির’। পাখিরা সকালে ও বিকালে ঘুরে বেড়ায়, মধ্যাহ্নে বিশ্রামে থাকে। এরা সর্বভুক, ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে প্রজনন করে, পাতা, শুকনা ডালপালা ইত্যাদি দিয়ে মাটিতে অগভীর বাসা বাঁধে। ফ্যাকাশে ক্রীম রঙের ৬-৯ টি ডিম পাড়ে এবং ২৪-২৫ দিন তা দেয়।

মথুরা গভীর অরণ্যে বড় বৃক্ষের তলার ঝোপঝাড়ে এবং পানি ও চাষের জমির আশেপাশে থাকে। দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব এলাকার মিশ্র চিরহরিৎ বনাঞ্চলে মথুরা দেখা যায়। ভারত ও ভুটানেও মথুরা পাওয়া যায়।    [মোঃ আনোয়ারুল ইসলাম]

আরও দেখুন পাখি; ময়ূর।