বুজুর্গ উমেদ খান

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৩০, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

বুজুর্গ উমেদ খান  বাংলার মুগল সুবাহদার শায়েস্তা খানের পুত্র এবং চট্টগ্রামের মুগল ফৌজদার। বাংলায় শায়েস্তা খান এর শাসনামলে মুগলদের চট্টগ্রাম অভিযানে তিনি নেতৃত্ব দেন। শাহজাহানের রাজত্বের শেষদিকে উত্তরাধিকার যুদ্ধে দারাশিকোহর পুত্র সোলায়মান শিকোহর বিরুদ্ধে তিনি তাঁর পিতার সঙ্গে অভিযানে অংশ গ্রহণ করেন। সিংহাসন লাভের প্রথম বছরেই আওরঙ্গজেব তাঁকে খান উপাধিতে ভূষিত করেন। শাহ সুজা ও দারাশিকোর বিরুদ্ধে অভিযানেও তিনি আওরঙ্গজেবের পক্ষে যুদ্ধে অংশ নেন। বাংলায় শায়েস্তা খানের সুবাহদারি আমলে চট্টগ্রাম আরাকান রাজ্যের অধীনে ছিল। চট্টগ্রামকে কেন্দ্র করে আরাকানের মগ ও পর্তুগিজ বা ফিরিঙ্গি জলদস্যুরা বাংলার অভ্যন্তরেও উৎপাত করতো। তাই শায়েস্তা খান মগ ও ফিরিঙ্গি জলদস্যুদের দমন করার উদ্দেশ্যে চট্টগ্রাম অভিযানের উদ্যোগ নেন। সৌভাগ্যক্রমে এ সময় মগ ও ফিরিঙ্গিদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং আরাকানের বিরুদ্ধে অভিযানে পর্তুগিজরা মুগলদের সঙ্গে যোগ দেয়। ১৬৬৫ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ঢাকা থেকে এ অভিযান শুরু হয় এবং এক হাজারি মনসবদার বুজুর্গ উমেদ খানকে এ অভিযানের প্রধান সেনাপতি নিয়োগ করা হয়। নৌ-সেনাপতি ইবনে হুসাইন তাঁকে সহায়তা করেন। ভাটির অধিপতি ঈসা খান এর প্রপৌত্র মনোয়ার খানের নেতৃত্বে বাংলার জমিদারদের বিশাল নৌবহরও এ অভিযানে অংশ নেয়। ১৬৬৬ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে চট্টগ্রাম বিজয় সম্পন্ন হয়। মুগলরা চট্টগ্রামের নামকরণ করে ইসলামাবাদ এবং উমেদ খানকে সেখানকার প্রথম ফৌজদার নিয়োগ করা হয়। এ সময় তাঁর মনসবদারি ১০০০ থেকে ১৫০০-তে (৯০০ সওয়ার) উন্নীত করা হয়।

পরবর্তীকালে বুজুর্গ উমেদ খান এলাহাবাদ ও বিহারের সুবাহদারের দায়িত্বও পালন করেন। ১৬৯৪ সালে এলাহাবাদে তাঁর মৃত্যু হয়। তাঁর নামে বাকেরগঞ্জ অঞ্চলের একটি বড় পরগণার নামকরণ করা হয় বুজুর্গ উমেদপুর।  [এ.কে.এম ইয়াকুব হোসাইন এবং  এ.কে.এম খাদেমুল হক]