মালিক সাইফুদ্দীন আইবক

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৪৩, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

মালিক সাইফুদ্দীন আইবক (১২৩২-১২৩৫)  দিল্লির সুলতান ইলতুৎমিশ এর অধীনে বাংলার শাসনকর্তা ছিলেন। তিনি ছিলেন একজন কারা-খিতাই তুর্কি। প্রথম জীবনে তিনি সুলতান ইলতুৎমিশের ক্রীতদাস ছিলেন। যোগ্যতা ও নিরলস প্রচেষ্টায় তিনি তাঁর সময়কার প্রথম সারির মালিক পদে উন্নীত হন। মালিক সাইফুদ্দীন আইবক ১২৩২ খ্রিস্টাব্দে বাংলার শাসনভার গ্রহণ করেন। তিনি উদ্দীপনার সাথে তিন বছরেরও বেশি সময় বাংলা শাসন করেন। এ সময়ে তিনি বং বা দক্ষিণ-পূর্ব বাংলায় এক অভিযান পরিচালনা করেন। তবে দক্ষিণ-পূর্বাঞ্চলের কোন অংশে এ অভিযান পরিচালিত হয়েছিল তা জানা যায়নি। এ অভিযানে কিছুসংখ্যক হাতি তাঁর হস্তগত হয়। এর মধ্যে কয়েকটি তিনি সুলতানকে উপঢৌকন হিসেবে পাঠান। এ উপহার পেয়ে ইলতুৎমিশ এতই খুশী হন যে, তাকে ‘যুগানতাত’ উপাধি প্রদান করেন। সম্ভবত ১২৩৫ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে তাঁকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। [এ.বি.এম শামসুদ্দীন আহমদ]