পথের পাঁচালী
পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস। প্রথমে এটি মাসিক বিচিত্রা পত্রিকায় (আষাঢ় ১৩৩৫-আশ্বিন ১৩৩৬) ধারাবাহিকভাবে মুদ্রিত হয়; পরে ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। অপু, দুর্গা, ইন্দির ঠাকরুন, হরিহর এবং সর্বজয়া উপন্যাসের প্রধান চরিত্র। অপু চরিত্রে লেখকের ব্যক্তিচরিত্রের ছায়াপাত ঘটেছে। লেখকের বর্ণনাগুণে উপন্যাসটিতে পল্লীবাংলার নৈসর্গিক সৌন্দর্য জীবন্ত হয়ে উঠেছে। অপু ও দুর্গাকে প্রকৃতির স্বভাবসম্পন্ন করে চিত্রিত করা হয়েছে। অপু চরিত্রের ক্রমবিকাশের ধারায় পরবর্তীকালে বিভূতিভূষণের অপরাজিত (১৯৩১) উপন্যাস রচিত হয়। অস্কার বিজয়ী পরিচালক সত্যজিৎ রায় উভয় গ্রন্থ অবলম্বনে পৃথক দুটি চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি অর্জন করেন। [সৌমিত্র শেখর]