খাজা

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২০:০০, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

খাজা  দিল্লির সুলতানদের অধীনে প্রদেশের রাজস্ব আদায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তাঁদের সাহিব-ই-দীউয়ান রূপেও অভিহিত করা হতো। মূলত খাজা ছিলেন একজন প্রাদেশিক দীউয়ানউজির এর সুপারিশে তিনি সুলতান কর্তৃক নিযুক্ত হতেন। হিসাবরক্ষণ কার্যে দক্ষ ব্যক্তিদেরই সাধারণত এ পদে নিয়োগ করা হতো। হিসাব-বই রক্ষণাবেক্ষণ এবং কেন্দ্রীয় সরকারের কাছে হিসাব বিবরণী পেশ করা তার দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল। সাধারণত খাজা ছিলেন প্রদেশের শাসনকর্তার অধস্তন কর্মকর্তা। কিন্তু সরাসরি সুলতান কর্তৃক নিযুক্ত হওয়ায় খাজা ছিলেন একজন প্রভাবশালী কর্মকর্তা এবং প্রদেশে তাঁর অবস্থান প্রাদেশিক শাসনকর্তার ক্ষমতার নিয়ন্ত্রকরূপে কাজ করত।  [আবদুল করিম]