সন্ধ্যাকর নন্দী
সন্ধ্যাকর নন্দী (আনু. ১০৮৪-১১৫৫) সংস্কৃত কবি। উত্তরবঙ্গের বরেন্দ্রভূমিতে পুন্ড্রবর্ধন নগরের নিকটস্থ বৃহদ্বটু গ্রামে এক কায়স্থ বংশে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রজাপতি নন্দী ছিলেন পালরাজ রামপালের (আনু. ১০৮২-১১২৪) একজন মন্ত্রী (সান্ধিবিগ্রহিক)। সন্ধ্যাকর নিজে মদনপালের (আনু. ১১৪৩-১১৬২) পৃষ্ঠপোষকতা লাভ করেন।
সন্ধ্যাকর ছিলেন পালযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। তিনি জীবনচরিতমূলক ঐতিহাসিক কাব্য রামচরিতম্ রচনা করে প্রসিদ্ধ হন। সংস্কৃত ভাষায় রচিত এটি একটি দ্ব্যর্থবোধক কাব্য। চারটি পরিচ্ছেদে বিভক্ত এ কাব্যে একই সঙ্গে দশরথপুত্র রামচন্দ্রের এবং গৌড়েশ্বর রামপালের চরিতকথা বর্ণিত হয়েছে। গ্রন্থের শেষে বিশটি শোকে কবির আত্মপরিচয় লিপিবদ্ধ হয়েছে। সেখানে তিনি দুর্জন-নিন্দা, সজ্জন-প্রশংসা এবং গ্রন্থের উৎকর্ষ বর্ণনা করেছেন। [কানাই লাল রায়]