কোম্পানি কুঠি

Nasirkhan (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:২৭, ১৭ এপ্রিল ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "\[মুয়ায্যম হুসায়ন খান\]" to "[মুয়ায্‌যম হুসায়ন খান]")
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

কোম্পানি কুঠি  অপর নাম নীল কুঠি। সোনারগাঁয়ের পানাম এলাকায় দালালপুরে অবস্থিত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফ্যাক্টরি ও অফিস ভবন। দালালপুর পুলের কয়েক গজ উত্তরে রাস্তার পূর্বপার্শ্বে ভবনটি অবস্থিত। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মসলিনবস্ত্র ক্রয়ের জন্য পানামে একটি কুঠি স্থাপন করে এবং এতদুদ্দেশ্যে প্রথমদিকে একটি বাড়ি ভাড়া নেয়। পরে বর্তমান ভবনটি নির্মাণ করে কোম্পানি এখানে তাদের দপ্তর ও গুদাম প্রতিষ্ঠা করে। পরবর্তী সময়ে ভবনটি নীল ব্যবসায়ের কেন্দ্ররূপে ব্যবহূত হয়।

কোম্পানি কুঠি ইটের তৈরি একটি চতুর্ভুজাকৃতির দোতলা ইমারত। এর অভ্যন্তরভাগে রয়েছে খিলানশ্রেণী শোভিত ও প্রাকারবেষ্টিত অঙ্গন। অট্টালিকার সদর দেয়ালের সমতল বহির্ভাগ জানালা ও দরজার আকৃতিতে কুলঙ্গিত খিলান শোভিত। ইমারতের পশ্চাদ্ভাগ নিরেট দেয়াল দ্বারা সুরক্ষিত। রাস্তার দিকে সম্মুখভাগে রয়েছে এর প্রধান প্রবেশপথ। এ ছাড়া উত্তরদিকের দেয়ালের মধ্যভাগে দোতলার সিঁড়ির পাশে অপর একটি প্রবেশপথ আছে। ছাদ-পাঁচিলের বহির্গত অংশ সারিবদ্ধ মারলন নকশা শোভিত। সদর দেয়ালের মূল খিলানশ্রেণীর প্রান্তভাগ স্থানে স্থানে খাঁজকাটা নকশা দ্বারা সুশোভিত। ইমারতটি স্থানীয় অলঙ্করণ সম্বলিত মুগল স্থাপত্যের একটি নির্দশন। [মুয়ায্‌যম হুসায়ন খান]