কিল্লা

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৯:৩৯, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

কিল্লা (Killa)  কৃত্রিমভাবে নির্মিত মাটির উঁচু ঢিবি যা উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় মানুষ ও গবাদি পশুর আশ্রয়স্থল হিসেবে ব্যবহূত হয়ে থাকে। সচরাচর কিল্লাগুলি ১০ থেকে ১৫ মিটার উঁচু হয়ে থাকে। এ উচ্চতা নির্ভর করে নদী বা সমুদ্র থেকে দূরত্বের উপর। ঢিবির ভিত্তি বা গোড়া ১৫ থেকে ৩০ মিটার প্রশস্ত হয়, কিন্তু উচ্চতার সঙ্গে সঙ্গে এ প্রশস্ততা কমে গিয়ে উপরিভাগে তা যথাক্রমে ৯ থেকে ২৫ মিটার পর্যন্ত হয়ে থাকে। সাগর অথবা নদীর বিপরীত দিকে কিল্লার ঢালু আকৃতির এ গঠন-কাঠামো গরু-ছাগল এবং বয়োবৃদ্ধ লোকদের আরোহণের জন্য সুবিধাজনক। কিন্তু কিল্লার নদী অথবা সাগরমুখী দিকটি খাড়া করে তৈরি করা হয় যাতে সাইক্লোন অথবা জলোচ্ছ্বাস সরাসরি আঘাত হানতে না পারে। কিল্লার উপরিভাগে যথেষ্ট পরিমাণে গাছপালা লাগানো হয়ে থাকে। কখনও কখনও ঝড়ের সময় গাছপালা ভেঙ্গে মানুষ ও গবাদিপশুর উপর পড়ে দুর্ঘটনা ঘটে বলে লোকজন কিল্লা ব্যবহারে খুব একটা আগ্রহী হয়না। তবে বিকল্প কোনো ব্যবস্থা না থাকলে এ ধরনের কিল্লা ব্যবহারে মানুষ বাধ্য হয়। অনেক সময় ভূমিহীন পরিবার কিল্লার উপর ঘরবাড়ীও নির্মাণ করে থাকে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এ কিল্লা যথেষ্ট সংখ্যকই দেখা যায়।  [মোঃ মাহবুব মোর্শেদ]