জববার, শেখ আবদুল
জববার, শেখ আবদুল (১৮৮১-১৯১৮) সাহিত্যিক, সমাজসেবক। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় তাঁর জন্ম। তিনি কিশোরগঞ্জের সৈয়দগাঁও মাদ্রাসায় কিছুকাল পড়াশুনা করেন; পরে পিতার মৃত্যু হলে আর্থিক কারণে তা বন্ধ হয়ে যায়। তবে স্বীয় চেষ্টায় তিনি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন এবং সাহিত্যসাধনায় নিযুক্ত হন।
আবদুল জববারের সব রচনাই ইসলামের ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক। তাঁর রচিত হযরতের জীবনী ও দেবী রাবেয়া গ্রন্থটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ইন্টারমিডিয়েটের পাঠ্যতালিকাভুক্ত হয়। তাঁর আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো: মক্কা শরীফের ইতিহাস (১৯০৬), মদীনা শরীফের ইতিহাস (১৯০৭), ইসলামী সঙ্গীত (১৯০৮), আদর্শ রমণী (১ম ভাগ ১৯০৯, ২য় ভাগ ১৯১২), জেরুজালেম বা বায়তুল মকাদ্দাসের ইতিহাস (১৯১০), নবগাথা (কাব্য, ১৯১২), নূরজাহান (১৯১৩) ইত্যাদি। এছাড়া শিশু সোপান, সাহিত্য সোপান, আদর্শ সাহিত্য প্রভৃতি নামে তাঁর কয়েকটি পাঠ্যপুস্তকও রয়েছে। আবদুল জববার ইসলাম আভা নামে একখানি মাসিক পত্রিকা প্রকাশ করেন এবং তিনি কিছুদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষার পরীক্ষক ছিলেন। [তসিকুল ইসলাম]