আর্থিক ক্ষমতা অর্পণ
আর্থিক ক্ষমতা অর্পণ আর্থিক বিষয়ে সরকারের প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগগুলিকে ক্ষমতা প্রদান। ১৯৭৫ সালের কার্যবিধি (১৯৯৬ সালে পরিমার্জিত) অনুসারে সুনির্দিষ্ট ক্ষেত্রে সকল আর্থিক বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের মতামত গ্রহণ বাধ্যতামূলক। সাধারণ রীতি অনুসারে মন্ত্রণালয়/বিভাগ এবং সংশ্লিষ্ট অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত সংস্থা জাতীয় সংসদের অনুমোদন নিয়ে অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাজেট বরাদ্দের আওতায় স্বাধীনভাবে ব্যয় নির্বাহ করতে পারে।
অর্থবিভাগ কর্তৃক আর্থিক ক্ষমতা অর্পণ প্রধানত দু ধরনের হয়ে থাকে, রাজস্ব বাজেট সংক্রান্ত এবং উন্নয়ন বাজেট সম্পর্কিত। রাজস্ব বাজেটের সঙ্গে সম্পর্কিত সকল আর্থিক বিষয় সরকারি আদেশ, নির্দেশ ও বিধিবদ্ধ আইন অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগসমূহ নিজেরাই সম্পাদন করে থাকে। ১৯৮৩ সালের ১৫ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ কর্তৃক জারিকৃত একটি অফিস স্মারক মতে এসকল বিষয়ে ঘন ঘন অর্থবিভাগের মতামত গ্রহণ সীমিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ উদ্দেশ্যে অর্থবিভাগের অফিস স্মারকে ২৭টি বিষয়ের একটি তালিকা যুক্ত করা হয় যেক্ষেত্রে অর্থবিভাগের মতামত প্রয়োজন। এ তালিকা ১৯৯০ সালের এপ্রিল মাসে সামান্য পরিবর্তিত হলেও মূলত ২৭টি বিষয়ের তালিকা অপরিবর্তিতই থাকে।
১৯৯৪ সালের এপ্রিল মাসে অর্থবিভাগ কর্তৃক জারিকৃত অপর একটি স্মারকে ৩৩টি বিষয় বা ক্ষেত্রে উন্নয়ন বাজেট বাস্তবায়নের আংশিক বা পূর্ণ ক্ষমতা হস্তান্তরিত হয়। বিভিন্ন অধিদপ্তরের প্রধান এবং এসব বিভাগের অধীন উন্নয়ন সম্পর্কিত প্রকল্প পরিচালকদের হাতে তাদের প্রকল্পের আকার ও ধরন অনুসারে বিভিন্ন ক্ষমতা অর্পণ করা হয়। প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের নিরিখে এগুলিকে ক, খ, গ শ্রেণিতে ভাগ করা হয়। সর্বোচ্চ ৫ কোটি টাকার প্রকল্প ছিল ‘ক’ শ্রেণির, ৫ কোটি থেকে অনূর্ধ্ব ১০ কোটি টাকার প্রকল্প ‘খ’ শ্রেণির এবং ১০ কোটি টাকার ঊর্ধ্বের প্রকল্প ছিল ‘গ’ শ্রেণির অন্তর্ভুক্ত।
প্রকল্প অনুমোদনের কর্তৃত্ব একদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী এবং অন্যদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির উপর অর্পিত হয়। প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী শুধু এক কোটি টাকা বাজেটের কারিগরি সহায়তা প্রকল্পের প্রস্তাব অনুমোদন করতে পারেন। এ ধরনের প্রকল্পে এক কোটি টাকার অধিক বরাদ্দ অনুমোদন দানের ক্ষমতা পরিকল্পনা মন্ত্রীর উপর ন্যস্ত থাকে। তিনি দশ কোটি টাকা পর্যন্ত প্রকল্প বরাদ্দের মঞ্জুরি দিতে পারেন। দশ কোটি টাকার বেশি অঙ্কের সকল প্রকল্পের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটির অনুমোদন আবশ্যক। [এ.এম.এম শওকত আলী]