সানাউল্লা, মুহম্মদ
সানাউল্লা, মুহম্মদ (১৮৯২-১৯৭৩) শিক্ষাবিদ, সাহিত্যিক। ১৮৯২ সালের ২ ফেব্রুয়ারি ঈশ্বরদী (বৃহত্তর পাবনা) জেলার তিলকপুর গ্রামে তাঁর জন্ম। তিনি পাবনা জেলা স্কুল থেকে এন্ট্রান্স (১৯০৮), রাজশাহী কলেজ থেকে আইএ (১৯১০) এবং কলকাতা সিটি কলেজ থেকে বিএ (১৯১২) ও ফারসিতে এমএ (১৯১৪) পাস করেন। শিক্ষাশেষে অধ্যাপনায় যোগ দিয়ে তিনি চট্টগ্রাম কলেজ, হুগলি কলেজ, ইসলামিয়া কলেজ ও প্রেসিডেন্সি কলেজ-এ অধ্যাপনা করেন। ১৯৪৭ সালে অবসর গ্রহণের পর ১৯৬৬ সাল পর্যন্ত তিনি কলকাতায় অবস্থান করেন এবং পরে ঢাকায় চলে আসেন।
মুহম্মদ সানাউল্লা একজন নিবেদিতপ্রাণ সাহিত্যিক ছিলেন। সাহিত্যচর্চার সূত্রে তিনি আনজুমানে তরক্কিয়ে কওম-এর মুখপত্র সাম্যবাদী পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। জীবনী, উপন্যাস, শিশুসাহিত্য ইত্যাদি মাধ্যমে তিনি সাহিত্যচর্চা করেন। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো: জীবনী দিল্লীশ্বরী, হযরত ফাতেমা (১৯৪০), রহিমা (১৯৪১); উপন্যাস মৃত্যুপথে (১৯৩৬), মোঘল কুমারী; শিশুসাহিত্য রক্তকমল রাজকন্যা, রাক্ষুসী রাণী ইত্যাদি। আদর্শ বালিকা নামে বালিকাদের জন্য উপদেশমূলক তাঁর একটি গ্রন্থ ১৯৩৬ সালে প্রকাশিত হয়। ১৯৭৩ সালে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। [বদিউজ্জামান]