সত্যনারায়ণের পাঁচালি
সত্যনারায়ণের পাঁচালি মধ্যযুগীয় পীরসাহিত্যের একখানা গ্রন্থ। সত্যনারায়ণ বা সত্যপীরের কাহিনী এতে বর্ণিত হয়েছে। বঙ্গে ইসলামের আবির্ভাবের পরে লৌকিক দেবদেবীর অনুরূপ লৌকিক পীর-পীরানির প্রতি এক শ্রেণীর মানুষের বিশ্বাস জন্মে। সত্যপীর, সত্যনারায়ণ, মানিকপীর, গাজীপীর প্রভৃতির উৎপত্তি এভাবেই। সত্যনারায়ণ ও সত্যপীর অভিন্ন; হিন্দু-মুসলমান সম্প্রদায়ভেদে এরূপ নামকরণ হয়েছে। সত্যনারায়ণ ও সত্যপীরের জন্মকথা, উপাখ্যান, মাহাত্ম্য ও মানত প্রায় অভিন্ন। কবিচন্দ্রকে (১৬শ শতকের শেষভাগ) এই পাঁচালি কাব্যের আদি কবি মনে করা হয়; পরবর্তী কবিরা হচ্ছেন: কবিবলভ, ঘনরাম চক্রবর্তী, রামেশ্বর ভট্টাচার্য, দ্বিজ বিশ্বেশ্বর, ফকির চাঁদ, কবি শঙ্কর, দেবকীনন্দন, শিবচন্দ্র সেন, ভারতচন্দ্র প্রমুখ। কবিবরল্লভ প্রণীত ও আবদুল করিম সাহিত্যবিশারদ সম্পাদিত সত্যনারায়ণের পুঁথি বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়। [আলি নওয়াজ]
আরও দেখুন সত্যপীরের পাঁচালি।