গোপীচন্দ্রের গান

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২০:২৩, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)

গোপীচন্দ্রের গান  পালাগান বিশেষ। ভারতবর্ষের উত্তর-পূর্বাঞ্চলে নাথদের মধ্যে প্রচলিত সর্বাধিক জনপ্রিয় গান এটি। রাজপুত্র গোপীচন্দ্র ও তাঁর সন্ন্যাসগ্রহণের ঘটনাবলি এর মূল কাহিনী। রাজা মানিকচন্দ্র, রাণী ময়নামতী, গোপীচন্দ্রের দুই স্ত্রী অদুনা ও পদুনা এবং বারবনিতা হীরা এ কাহিনীর কয়েকটি প্রধান চরিত্র। ১৮৭৩ সালে জর্জ আব্রাহাম গ্রিয়ারসন মানিকচন্দ্র রাজার গান নামে এটি প্রথম প্রকাশ করেন। তারপর  কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক এর পাঠান্তর সংগৃহীত হলে তা গোপীচন্দ্রের গান নামে পুনঃপ্রকাশিত হয়।

†hvMwe`¨vi mnR †KŠk‡ji †gvn †Q‡o cÖK…Z †hvMwb‡`©‡k wKfv‡e mbœ¨vmRxeb AvkÖq Ki‡Z nq Zv iƒc‡Ki gva¨‡g GLv‡b Zz‡j aiv n‡q‡Q| wm×vB gv gqbvgZxi civg‡k© †g‡niKz‡ji Zi“Y msmvix ivRv †Mvwe›`P›`ª ev †MvcxP›`ª Awb”Qvµ‡g nvwocvi wkl¨Z¡ MÖnY K‡ib| ev‡iv eQi mbœ¨vmRxeb hvc‡bi ciI †hvMwe`¨vi Mfxi Zvrch© eyS‡Z bv †c‡i Zuvi g‡a¨ wPËPvÂj¨ cÖKvk cvq Ges G‡Z wZwb ¸i“i weivMfvRb nb| c‡i fzj eyS‡Z †c‡i wZwb wPiZ‡i M„nZ¨vM K‡i mbœ¨vmeªZ MÖnY K‡ib|

গোপীচন্দ্রের কাহিনী বাংলাদেশে ময়নামতীর গান, গোবিন্দচন্দ্রগীত এবং গোপীচাঁদের সন্ন্যাস এ তিন নামে প্রচলিত। এ কাহিনীর তিনজন কবি হলেন দুর্লভ মল্লিক, ভবানী দাস ও সুকুর মহম্মদ।  [জয়ন্ত বন্দ্যোপাধ্যায়]