কালুখালী উপজেলা

কালুখালী উপজেলা (রাজবাড়ী জেলা)  আয়তন: ১৫৭.১৪ বর্গ কিমি। অবস্থান:২৩°৩৯র্ থেকে ২৩°৪৯র্ উত্তর অক্ষাংশ এবং ৮৯°২১র্ থেকে ৮৯°৩৫র্ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে সুজানগর উপজেলা, দক্ষিণে শণ্ঠীপুর এবং বালিয়াকাক্টিদ উপজেলা, পূর্বে বালিয়াকান্দি এবং রাজবাড়ী সদর উপজেলা, পশ্চিমে পাংশা উপজেলা

জনসংখ্যা ১৩৫৪৫৮; পুরুষ ৬৯৯৮০, মহিলা ৬৫৪৭৮। মুসলিম ১১০২২২, হিন্দু ২৫০৪০ এবং অন্যান্য ১৯৬।

জলাশয় প্রধান নদী: প্রঞ্চা, গড়াই ।

প্রশাসন ২৪ সেপ্টম্বর ২০০৬ সালে পাংশা উপজেলার কিছু অংশ নিয়ে কালুখালী উপজেলা গঠিত হয়।

উপজেলা
পৌরসভা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
- ৮৬ ৯০ - ১৩৫৪৫৮ ৮৬২ - ৪১.৭৩
ইউনিয়ন
ইউনিয়নের নাম ও জিও কোড আয়তন (একর) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
কালিকাপুর ৩০ ৩২৫১ ৬৬২৩ ৬৪৫৯ ৩৯.৪৯
বোয়ালিয়া ১৮ ৫৫৭৯ ৯৮৭৯ ৯৩৫৯ ৪১.১৮
মাঝবাড়ী ৫৫ ৫৪৭১ ৮৭৪৮ ৮০৬০ ৪৩.৪৮
মদাপুর ৬০ ৫৪৭৬ ৮৭৭২ ৮২৯১ ৪২.৪৭
মৃগী ৭০ ৬০৩৮ ১১৩৪৩ ১০১১২ ৪৪.৬৫
রতনদিয়া ৮৫ ৭০৪৯ ১২৩৫২ ১১৭৪৫ ৩৯.৩৪
সাওরাইল ৯৫ ৬৪২২ ১২২৬৩ ১১৪৫২ ৪১.৪৭

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বধ্যভূমি ১ (কালুখালী রেলস্টেশন সংলগ্ন)। ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৫৭, মন্দির ১৩।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪১.৭৩%; পুরুষ ৬৩.৩%, মহিলা ৫৮.৪%। কলেজ ৩, মাধ্যমিক বিদ্যালয় ২০, প্রাথমিক বিদ্যালয় ৪৫, মাদ্রাসা ১৯। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: মৃগী শহীদ দিননাথ ডিগ্রি কলেজ, কালুখালী কলেজ, মাঝবাড়ী জাহানারা বেগম কলেজ, রতনদিয়া রজনীকান্ত হাইস্কুল (১৯২০), বাংলাদেশ হাট নেছারিয়া দাখিল মাদ্রাসা, হোগলাডাঙ্গী মোহাম্মদীয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, চরকুলটিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, মাঝবাড়ী সিদ্দিকীয়া সেরাটুল আলিম মাদ্রাসা, সূর্যদিয়া দাখিল মাদ্রাসা, কালুখালী দাখিল মাদ্রাসা, বাস্তপুর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা, আরকান্দি শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদ্রাসা, সংগ্রামপুর দাখিল মাদ্রাসা, পাটুরিয়া দাখিল মাদ্রাসা।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ১০, ক্লাব ২৫, মহিলা সংগঠন ১, খেলার মাঠ ১।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৪২.০১%, অকৃষি শ্রমিক ৭.৪১%, শিল্প ১.২৭%, ব্যবসা ২১.৩১%, পরিবহণ ও যোগাযোগ ৪.৫৫%, চাকরি ১০.৬১%, নির্মাণ ১.৭৮%, ধর্মীয় সেবা ০.২৬%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৫৪% এবং অন্যান্য ১০.২৬%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫৬.৩৮%, ভূমিহীন ৪৩.৬২%।

প্রধান কৃষি ফসল ধান, গম, পাট, আখ, আলু, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি আউশ ধান।

প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, কলা, পেঁপে, সফেদা, জামরুল, জাম, নারকেল।

মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার  মৎস্য ৩০, গবাদিপশু ৪২,  হাঁস-মুরগি ৬০।

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ১২০ কিমি; আধা-পাকারাস্তা ৫৫কিমি, কাঁচারাস্তা ৮০ কিমি; রেলপথ ১২.৭৫ কিমি; রেলওয়ে স্টেশন ১।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি।

শিল্প  ও কলকারখানা  ধানকল, বরফকল, ওয়েলডিং।

কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, বাঁশের কাজ, সূচিশিল্প, কাঠের কাজ, নকশি কাঁথা।

হাটবাজার ও মেলা হাটবাজার ৩১, মেলা ৫। গেট বাজার, পাঁচটিকারী বাজার, ফুলতলা বাজার, পাটুরিয়া বাজার, বানজানা বাজার, চাঁদপুর বাজার, গাদিমারা বাজার, গৌতমপুর হাট, কালুখালী হাট, নতুন হাট, বারীবড়ীয়া হাট, বাংলাদেশ হাট, মোহনপুর হাট, মদাপুর হাট, হাটগ্রাম হাট এবং দূর্গাপূজা মেলা ও পৌষ মেলা।

প্রধান রপ্তানিদ্রব্য   ধান, পাট, আখ।

বিদ্যুৎ ব্যবহার এউপজেলার সবক’টি ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৩০.৩৬% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৯৩.৫৫%,ট্যাপ ০.৯৫%, পুকুর ২.৭৩% এবং অন্যান্য ২.৭৭%।

স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৩৫.৫৫% পরিবার স্বাস্থ্যকর এবং ৪৫.৯৪% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ১৯.৫১% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ১, পরিবার কল্যাণ কেন্দ্র ১, কমিউনিটি ক্লিনিক ২। 

এনজিও ব্র্যাক, আশা, প্রশিকা।  [রাজীব মন্ডল]

তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; কালুখালী উপজেলার মাঠ পর্যায়ের তথ্য ২০১২।