তিতাস উপজেলা
তিতাস উপজেলা (কুমিল্লা জেলা) আয়তন: ১২৫.৭৪ বর্গ কিমি। অবস্থান: ২৩°৩২´ থেকে ২৩°৩৯´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৪২´ থেকে ৯০°৫১´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে হোমনা উপজেলা, দক্ষিণে দাউদকান্দি উপজেলা, পূর্বে মুরাদনগর উপজেলা, পশ্চিমে মেঘনা উপজেলা।
জনসংখ্যা ১৬৬৪৫৭; পুরুষ ৮৩০৭৯, মহিলা ৮৩৩৭৮। মুসলিম ১৫৯৩৪৩, হিন্দু ৭০৮১ এবং অন্যান্য ৩৩।
জলাশয় প্রধান নদী:মেঘনা।
প্রশাসন ২০০৪ সালের ২২ ফেব্রুয়ারি দাউদকান্দি উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে তিতাস উপজেলা গঠিত হয়েছে।
উপজেলা | ||||||||
পৌরসভা | ইউনিয়ন | মৌজা | গ্রাম | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||
শহর | গ্রাম | শহর | গ্রাম | |||||
- | ৯ | ৭১ | ১১৩ | - | ১৬৬৪৫৭ | ১৩২৪ | - | ৩৪.২২ |
ইউনিয়ন | ||||||||
ইউনিয়নের নাম ও জিও কোড | আয়তন (একর) | লোকসংখ্যা | শিক্ষার হার(%) | |||||
পুরুষ | মহিলা | |||||||
কড়িকান্দি ১১ | ২৯৮১ | ৮৭১৩ | ৮৭২৮ | ৩৫.১৭ | ||||
কালাকান্দি ৬২ | ২২৭১ | ৫৮২৯ | ৫৪৯৪ | ৩৫.২৮ | ||||
জিয়ারকান্দি ৪৫ | ২৫৮০ | ৮১৫৩ | ৮১৪০ | ৩৭.৭০ | ||||
জগৎপুর ৬০ | ৩৪৯৪ | ৯৭০২ | ১০১২৮ | ৩৪.০৯ | ||||
নারায়ণদিয়া ৭৭ | ৪৮৮৩ | ৭৮৫৮ | ৭৭৬৯ | ২৯.৯৫ | ||||
বলরামপুর ১০ | ২৮২৭ | ১০৭৮৯ | ১০২২৭ | ৩৯.০৫ | ||||
বিটিকান্দি ১৭ | ৫৫৩২ | ১১৫৩২ | ১১৮৯১ | ২৯.১৪ | ||||
মজিদপুর ৬৯ | ৪৪৫১ | ১৩৮৩৮ | ১৪০২০ | ৩৫.১০ | ||||
সাতানী ৫৬ | ২৪১৭ | ৬৬৬৫ | ৬৯৮১ | ৩৩.৬১ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
'
'প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ পীর শাহবাজের মাযার শরীফ (গাজীপুর)।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৩৪.২২%; পুরুষ ৩৮.৯৯%, মহিলা ২৯.৮৩%। কলেজ ১, মাধ্যমিক বিদ্যালয় ১০, প্রাথমিক বিদ্যালয় ৭৬, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ৯, মাদ্রাসা ১১। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: নারান্দিয়া মিয়া উচ্চ বিদ্যালয় (১৯১৩), মজিদপুর উচ্চ বিদ্যালয় (১৯৪৬), জগৎপুর সাধন উচ্চ বিদ্যালয় (১৯৫০), মঙ্গলাকান্দি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা (১৯৭৯)।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৪৯.৯৪%, অকৃষি শ্রমিক ৩.০২%, শিল্প ১.০০%, ব্যবসা ১৯.০৭%, পরিবহণ ও যোগাযোগ ১.১৪%, চাকরি ৬.২৩%, নির্মাণ ০.৭৮%, ধর্মীয় সেবা ০.১৭%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ১.০৭% এবং অন্যান্য ১৭.৫৮%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৬৮.৭৮%, ভূমিহীন ৩১.২২%।
প্রধান কৃষি ফসল ধান, পাট, গম, ডাল।
যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ২৪ কিমি, আধা-পাকারাস্তা ২০ কিমি, কাঁচারাস্তা ১৭৮ কিমি।
কুটিরশিল্প স্বর্ণশিল্প, দারুশিল্প, নকশি কাঁথা, বাঁশের কাজ উল্লেখযোগ্য।
হাটবাজার ও মেলা হাটবাজার ১৭।
বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবকটি ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৫৩.০৭% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ আছে।
পানীয়জলের উৎস নলকূপ ৯১.১৭%, ট্যাপ ০.৬০%, পুকুর ৩.৪৫% এবং অন্যান্য ৪.৭৮%। এ উপজেলার অগভীর নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি প্রমাণিত হয়েছে।
স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ২৫.০৭% পরিবার স্বাস্থ্যকর এবং ৬৩.৯৩% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ১১% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, উপ স্বাস্থ্যকেন্দ্র ৯। [এ.কে.এম জসীম উদ্দীন]
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; তিতাস উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।