পাকস্থলী ও অন্ত্রের রোগব্যাধি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য
NasirkhanBot (আলোচনা | অবদান) অ (Added Ennglish article link) |
সম্পাদনা সারাংশ নেই |
||
৮ নং লাইন: | ৮ নং লাইন: | ||
বাংলাদেশে পাকস্থলী ও অন্ত্রের রোগব্যাধির মধ্যে উদরাময়ই সম্ভবত সর্বপ্রধান। মোট রোগের প্রায় ১৫% হলো নানা ধরনের উদরাময়; তরল উদরাময় (ব্যাকটেরিয়া ও ভাইরাসঘটিত কলেরা ও কলেরাসদৃশ উদরাময়, যাতে তরল দাস্ত হতে থাকে ও রোগীর শরীরে পানিশূন্যতা দেখা দেয়) ও ব্যাসিলারি আমাশয়, যাতে রোগী রক্ত ও শ্লেষ্মাযুক্ত মল ত্যাগ করে। কলেরা ও ব্যাসিলারি আমাশয় বাংলাদেশের প্রধান আঞ্চলিক রোগ, প্রাদুর্ভাব চলে প্রায় সারা বছর এবং প্রতি বছরই প্রায় মহামারী আকারে দেখা দেয়, অনেকেই ভোগে ও কিছুসংখ্যক মারা যায়। এছাড়া অ্যামিবীয় আমাশয়, টাইফয়েড ও প্যারাটাইফয়েডের মতো আন্ত্রিক জ্বরের অংশভাগও উল্লেখযোগ্য। | বাংলাদেশে পাকস্থলী ও অন্ত্রের রোগব্যাধির মধ্যে উদরাময়ই সম্ভবত সর্বপ্রধান। মোট রোগের প্রায় ১৫% হলো নানা ধরনের উদরাময়; তরল উদরাময় (ব্যাকটেরিয়া ও ভাইরাসঘটিত কলেরা ও কলেরাসদৃশ উদরাময়, যাতে তরল দাস্ত হতে থাকে ও রোগীর শরীরে পানিশূন্যতা দেখা দেয়) ও ব্যাসিলারি আমাশয়, যাতে রোগী রক্ত ও শ্লেষ্মাযুক্ত মল ত্যাগ করে। কলেরা ও ব্যাসিলারি আমাশয় বাংলাদেশের প্রধান আঞ্চলিক রোগ, প্রাদুর্ভাব চলে প্রায় সারা বছর এবং প্রতি বছরই প্রায় মহামারী আকারে দেখা দেয়, অনেকেই ভোগে ও কিছুসংখ্যক মারা যায়। এছাড়া অ্যামিবীয় আমাশয়, টাইফয়েড ও প্যারাটাইফয়েডের মতো আন্ত্রিক জ্বরের অংশভাগও উল্লেখযোগ্য। | ||
এ শ্রেণীর অন্যান্য রোগের মধ্যে বিশিষ্ট স্থানে আছে বড়দের পেপটিক আলসার, এর সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে আবিষ্কৃত ব্যাকটেরিয়ার (Helicobacter pylori) সংখ্যাও পর্যাপ্ত। বাংলাদেশে এই রোগের প্রকোপ যথেষ্ট, সরকারি সংস্থায় নথিভুক্ত অসুখের প্রায় ৭%, রোগীর সংখ্যা প্রায় ৩০ লক্ষাধিক। উদরান্ত্রিক তন্ত্রের রোগের মধ্যে আরও আছে ulcerative colitis ক্ষত ও Irritable Bowel Syndrome (IBS) | এ শ্রেণীর অন্যান্য রোগের মধ্যে বিশিষ্ট স্থানে আছে বড়দের পেপটিক আলসার, এর সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে আবিষ্কৃত ব্যাকটেরিয়ার (Helicobacter pylori) সংখ্যাও পর্যাপ্ত। বাংলাদেশে এই রোগের প্রকোপ যথেষ্ট, সরকারি সংস্থায় নথিভুক্ত অসুখের প্রায় ৭%, রোগীর সংখ্যা প্রায় ৩০ লক্ষাধিক। উদরান্ত্রিক তন্ত্রের রোগের মধ্যে আরও আছে ulcerative colitis ক্ষত ও Irritable Bowel Syndrome (IBS)। [জিয়া উদ্দিন আহমেদ] | ||
''আরও দেখুন'' আলসার; উদরাময় | ''আরও দেখুন'' [[আলসার|আলসার]]; [[উদরাময় রোগ|উদরাময় রোগ]]। | ||
[[en:Gastro-intestinal Disorder]] | [[en:Gastro-intestinal Disorder]] |
০৭:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ
পাকস্থলী ও অন্ত্রের রোগব্যাধি (Gastro-intestinal Disorders) মানুষের পৌষ্টিকনালি (alimentary canal) একটি অবিচ্ছিন্ন লম্বা নালি যেখানে প্রবিষ্ট খাদ্য ভৌত রাসায়নিক বিক্রিয়ায় পরিপাক হয়। মুখ থেকে শুরু হয়ে এই নালি গলবিল, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্র পেরিয়ে পায়ুতে শেষ হয়। এর সঙ্গে যুক্ত আছে কয়েকটি গ্রন্থি যকৃৎ, লালাগ্রন্থি, অগ্ন্যাশয় ইত্যাদি। পরিপাক নালিতে মূলত খাদ্যের ভৌত-জারণ নিষ্পন্ন হলেও লালাগ্রন্থি ও অগ্ন্যাশয় হজমি উৎসেচক উৎপাদন করে।
পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশ, বিশেষত মুখ, পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্র খাদ্য ও পানীয় হিসেবে গৃহীত বস্ত্তর সরাসরি সংস্পর্শে আসে এবং খাদ্যবাহিত জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের রোগগুলিকে সাধারণত উদরান্ত্রিক বৈকল্য হিসেবে এবং প্যানক্রিয়াস ও লিভারের রোগ পৃথকভাবে বিবেচিত হয়ে থাকে।
উদরান্ত্রিক রোগের মধ্যে সর্বাধিক দেখা যায় ভাইরাস, ব্যাকটেরিয়া ও অন্ত্রীয় পরজীবীঘটিত পাকস্থলী ও অন্ত্রের সংক্রমণ। এসব রোগজীবাণু খাদ্য ও পানীয়ের মাধ্যমেই শরীরে প্রবেশ করে। দরিদ্র দেশে নিরাপদ খাবার পানি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব এবং অনুন্নত স্বাস্থ্যরক্ষা ব্যবস্থার জন্য পুকুর ও নদীর পানি দূষিত হয়ে পড়ে যা রান্না, গোসল, ধোয়ামোছা ও অন্যান্য গৃহকর্মে ব্যবহূত হয়।
বাংলাদেশে পাকস্থলী ও অন্ত্রের রোগব্যাধির মধ্যে উদরাময়ই সম্ভবত সর্বপ্রধান। মোট রোগের প্রায় ১৫% হলো নানা ধরনের উদরাময়; তরল উদরাময় (ব্যাকটেরিয়া ও ভাইরাসঘটিত কলেরা ও কলেরাসদৃশ উদরাময়, যাতে তরল দাস্ত হতে থাকে ও রোগীর শরীরে পানিশূন্যতা দেখা দেয়) ও ব্যাসিলারি আমাশয়, যাতে রোগী রক্ত ও শ্লেষ্মাযুক্ত মল ত্যাগ করে। কলেরা ও ব্যাসিলারি আমাশয় বাংলাদেশের প্রধান আঞ্চলিক রোগ, প্রাদুর্ভাব চলে প্রায় সারা বছর এবং প্রতি বছরই প্রায় মহামারী আকারে দেখা দেয়, অনেকেই ভোগে ও কিছুসংখ্যক মারা যায়। এছাড়া অ্যামিবীয় আমাশয়, টাইফয়েড ও প্যারাটাইফয়েডের মতো আন্ত্রিক জ্বরের অংশভাগও উল্লেখযোগ্য।
এ শ্রেণীর অন্যান্য রোগের মধ্যে বিশিষ্ট স্থানে আছে বড়দের পেপটিক আলসার, এর সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে আবিষ্কৃত ব্যাকটেরিয়ার (Helicobacter pylori) সংখ্যাও পর্যাপ্ত। বাংলাদেশে এই রোগের প্রকোপ যথেষ্ট, সরকারি সংস্থায় নথিভুক্ত অসুখের প্রায় ৭%, রোগীর সংখ্যা প্রায় ৩০ লক্ষাধিক। উদরান্ত্রিক তন্ত্রের রোগের মধ্যে আরও আছে ulcerative colitis ক্ষত ও Irritable Bowel Syndrome (IBS)। [জিয়া উদ্দিন আহমেদ]
আরও দেখুন আলসার; উদরাময় রোগ।